জুভেন্টাসের সাথে দীর্ঘ ১৭ বছরের সম্পর্কের ছেদ টেনেছেন ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি। অধিনায়ক হিসেবে শেষ মৌসুমের শেষ ম্যাচে খেলতে নামবেন এই ইতালিয়ান। তার বিদায়ী ম্যাচের আগেই জানিয়ে দেওয়া হয়েছে জুভেন্টাসের নতুন অধিনায়ক হচ্ছেন আরেক ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি।
সোমবার (১৬ মে) নিজেদের ঘরের মাঠে লাৎজিওকে আতিথ্য দিবে জুভেন্টাস। এটাই নিজেদের মাঠে তুরিনের ওল্ড লেডিদের মৌসুমের শেষ ম্যাচ। শুধু তাই নয়, এটাই হতে যাচ্ছে জুভেন্টাসের হয়ে ঘরের মাঠে কিয়েল্লিনির শেষ ম্যাচ।
১৭ বছরের জুভেন্টাস ক্যারিয়ারে ২০ শিরোপা জিতেছেন কিয়েল্লিনি। এছাড়াও দলটির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
এই কারণে কিয়েল্লিনির বিদায়ের ঘোষণার পর নতুন অধিনায়কের খোঁজে নেমেছিল জুভেন্টাস। কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রি জানিয়ে দিয়েছেন নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিবেন ৩৫ বছর বয়সী লিওনার্দো বোনুচ্চি।
শুধু কিয়েল্লিনি নয়, জুভেন্টাস ছাড়তে যাওয়া আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাও অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে নিজের শেষ ম্যাচ খেলবেন।
কিয়েল্লিনি জুভেন্টাস ক্যারিয়ারকে বিদায় জানানোর পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানিয়েছেন। চলতি বছরের ১ জুন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইতালি। এটাই হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর