ম্যাসন মাউন্টের দুঃখ ‘ওয়েম্বলি স্টেডিয়াম’

আরিফুল হক বিজয় আরিফুল হক বিজয় প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৫ মে ২০২২
ম্যাসন মাউন্টের দুঃখ ‘ওয়েম্বলি স্টেডিয়াম’

লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়াম অনেকের কাছে লাকি চার্ম। তবে সেটা বোধহয় মানতে চাইবেন না ইংলিশ ফুটবলার ম্যাসন মাউন্ট। বরং চীনের দুঃখ হোয়াংহো নদীর মতো তার জীবনের বড় দুঃখ হয়ে আছে এই ওয়েম্বলি স্টেডিয়াম। এখানে ছয়টি ফাইনাল খেলে সবগুলোই হেরেছেন ইংলিশ তারকা!

চলতি বছরের এপ্রিলে এফএ কাপের সেমিফাইনালে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ফাইনালে ওঠার পর মাউন্ট বলেছিলেন, ‘এবার ওয়েম্বলিতে আমার একটা ফাইনাল জেতার সময় হয়েছে। এই মাঠে আমি পাঁচটি ফাইনালে হেরেছি, এবার জিতবো।’ তবে সেটা হলো না। আরেকটি ফাইনাল হার দেখতে হলো ইংলিশ মিডফিল্ডারকে।

শনিবার (১৪ মে) রাতে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে লিভারপুলের কাছে টাইব্রেকারে ৬-৫ গোলের ব্যবধানে হেরে দুঃখটা আরেকটু বাড়লো মাউন্টের। এবার টাইব্রেকারে মাউন্ট নিজেও লক্ষ্যভেদ করতে পারেননি। শিরোপাটা তাই অধরাই রয়ে গেলো ২৩ বছর বয়সী এই ইংলিশ তারকার।

ওয়েম্বলিতে গত কয়েক বছরে বারবার তেঁতো অভিজ্ঞতা হয়েছে মাউন্টের। তিন বছরে এই মাঠে এখন পর্যন্ত ক্লাব পর্যায়ে পাঁচটি ও জাতীয় দলের হয়ে একটি ফাইনাল খেলেছেন তিনি। তবে প্রতিবারই দলের হার দেখতে হয়েছে তাকে। এবারও আগেরগুলোর পুনরাবৃত্তিই হলো।

ওয়েম্বলিতে খেলা ছয়টি ফাইনালের মধ্যে চেলসির হয়ে তিনটি এফএ কাপ, একটি লিগ কাপ, একটি চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরেছেন মাউন্ট। ইংল্যান্ড জাতীয় দলের হয়েও ভাগ্য বদলায়নি তার। ২০২০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালির কাছে স্বপ্নভঙ্গের স্বাক্ষী ছিলেন তিনিও।

এর আগের দুটি এফএ কাপে ২০২০ সালে আর্সেনালের কাছে হেরেছিলেন ২-১ গোলে। একই কাহিনী ২০২১ সালের এফএ কাপের ফাইনালেও। সেবার লিসেস্টারের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল মাউন্টের দল চেলসি। আর এবার মিলিয়ে ওয়েম্বলিতে খেলা ছয়টি ফাইনালেই তাকে দেখতে হলো পরাজয়।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

উত্তেজনা ছড়ানো ম্যাচে এফএ কাপের শিরোপা লিভারপুলের

উত্তেজনা ছড়ানো ম্যাচে এফএ কাপের শিরোপা লিভারপুলের

পাঁচটি ফাইনাল হেরেছি, এবার জিতবো: ম্যাসন মাউন্ট

পাঁচটি ফাইনাল হেরেছি, এবার জিতবো: ম্যাসন মাউন্ট

দেম্বেলেকে পেতে চায় বায়ার্ন মিউনিখ

দেম্বেলেকে পেতে চায় বায়ার্ন মিউনিখ

মেসি-এমবাপের নৈপুণ্যে মন্টপেলিয়ারের জালে পিএসজির চার গোল

মেসি-এমবাপের নৈপুণ্যে মন্টপেলিয়ারের জালে পিএসজির চার গোল