চীনজুড়ে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। এর প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াজগতে। কয়েকদিন আগেই এশিয়ান গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল চীন। এবার এশিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর এশিয়ান কাপের আয়োজন থেকে সরে দাঁড়ালো দেশটি।
২০২৩ সালের ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত চীনের ১০ শহরে আয়োজিত হওয়ার কথা ছিল এশিয়ান গেমস। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৪ দলের এই টুর্নামেন্ট আয়োজনে অপারগতা প্রকাশ করেছে চীনের ফুটবল ফেডারেশন।
চীনের আয়োজক স্বত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি)। শনিবার (১৪ মে) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে তারা। সেখানে তারা জানায়, যথাসময়ে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে চলতি বছরের ৬ মে এশিয়ান গেমস স্থগিতের ঘোষণা দেয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)। চলতি বছরের ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চীনের হাংজোতে এই টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল।
এছাড়াও চলতি বছরের ডিসেম্বরে এশিয়ান যুব গেমস বাতিল করে দিয়েছে চীন। এর পরবর্তী আসর আয়োজিত হবে ২০২৫ সালে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে।
চীনজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় দেশজুড়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মূলত এই কারণেই ক্রীড়া আসরগুলো স্থগিত বা বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নিচ্ছে দেশটি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর