অর্ধশত দেশ ঘুরবে কাতার বিশ্বকাপের ট্রফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৫ পিএম, ১৪ মে ২০২২
অর্ধশত দেশ ঘুরবে কাতার বিশ্বকাপের ট্রফি

শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। এই উন্মাদনার একটি অংশ হলো বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ। যার মাধ্যমে সারা বিশ্বে খেলাধুলার শান্তির বার্তা ছড়িয়ে দেয়া হয়। এই নিয়মের ব্যক্তিক্রম হলো না কাতার বিশ্বকাপেও। পঞ্চমবারের মতো শুরু হয়ে গেছে কার্যক্রম। এবার মোট ৫১টি দেশ ঘুরবে বিশ্বকাপের ট্রফি।

বৃহস্পতিবার (১২ মে) দুবাইতে ট্রফিটি উন্মোচনের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই কার্যক্রম। ট্রফিটি উন্মোচন করেন দুই কিংবদন্তি ফুটবলার স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস ও ব্রাজিলের রিকার্ডো কাকা। এই দু’জনের হাত ছোঁয়া ট্রফিটি ভ্রমণ করবে বিশ্বের ৫১টি দেশ।

বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ উপলক্ষ্যে গ্লোবাল স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট মার্কেটিং-এর ভাইস-প্রেসিডেন্ট ব্র্যাড রস বলেন, ‘যেহেতু বিশ্বজুড়ে ফুটবল ভক্তরা তাদের দলকে সমর্থন করার জন্য প্রস্তুত। সে হিসেবে আমরা টুর্নামেন্টের আগে ভক্তদের ট্রফিটি উপভোগ করার সুযোগ দিতে পেরে রোমাঞ্চিত।’

এবার সর্বমোট ৫১টি দেশ ভ্রমণ করবে ফিফা বিশ্বকাপ ট্রফি। এর মধ্যে কাতার বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলা ৩২টি দেশও আছে। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণকারো সবগুলো দেশ ভ্রমণ করবে এই ট্রফি। এরপর ধীরে ধীরে আরও ১৯টি অঞ্চলের মানুষ দেখতে পারবে বিশ্বকাপের প্রতীক।

এ প্রসঙ্গে ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি খেলাধুলার অন্যতম সেরা প্রতীক। এই সফর ফুটবল বিশ্বের দেশগুলোর মধ্যে চমৎকার বন্ধন সৃষ্টি করবে। ভ্রমণ শেষে ট্রফিটি আবার কাতারেই ফিরে আসবে। এই সফরের সঙ্গে যুক্ত থাকার জন্য কোকাকোলাকে ধন্যবাদ।’

দুবাইতে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে কাকা বলেন, ‘কোকা-কোলার ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের প্রথম ধাপের অংশ হওয়াটা অবিশ্বাস্য সম্মানের। একজন খেলোয়াড় হিসেবে আমার প্রথম ফিফা বিশ্বকাপ খেলি ২০ বছর বয়সে। এই স্মৃতি এখনও আমার মনে তাজা। আমার জন্য এটি একটি স্বপ্ন ছিল।’

ইকার ক্যাসিয়াস বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের মাইলফলক ছিল যখন আমি ২০১০ সালে স্পেনের অধিনায়ক হিসাবে এই ট্রফিটি উচিয়ে ধরেছিলাম। ভাবতেই অস্থির লাগছে যে, এই বছরের শেষের দিকে কাতারে কেউ এমন অনুভূতি পাবে। আজ আপনাদের সকলের সাথে যোগ দিতে পেরে গর্ব বোধ করছি।’

বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণের ব্যবস্থা করেছে বিখ্যাত কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা। যারা সেই ১৯৭৬ সাল থেকেই ফিফার সঙ্গে সংযুক্ত। ফিফার যাবতীয় বৈশ্বিক আসরের মূল সহায়তাকারী তারাই। ১৯৭৮ সাল থেকে অফিসিয়ালি তারা ফিফা বিশ্বকাপের স্পন্সর হিসেবে কাজ শুর করে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবল বিশ্বকাপের ‘আদ্যোপান্ত’

ফুটবল বিশ্বকাপের ‘আদ্যোপান্ত’

কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের সম্ভাব্য দল

কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের সম্ভাব্য দল

কাতার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

কাতার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

কাতার বিশ্বকাপে ‘পরিবহনযোগ্য’ স্টেডিয়াম

কাতার বিশ্বকাপে ‘পরিবহনযোগ্য’ স্টেডিয়াম