রিয়ালের কাছে হারে কিছুই যায়-আসে না: গার্দিওয়ালা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৯ এএম, ১৪ মে ২০২২
রিয়ালের কাছে হারে কিছুই যায়-আসে না: গার্দিওয়ালা

চলতি মৌসুমে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির সবচেয়ে বড় দুঃখ হয়ে থাকবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হার। তাতে অবশ্য সিটি কোচ গার্দিওয়ালা তেমন বিচলিত নন। বেশ নির্ভার হয়েই তিনি স্রেফ জানিয়ে দিলেন, রিয়ালের কাছে এই এক হারে তার কিছুই যায়-আসে না।

রিয়ালের কাছে পরাজয়ের পর অনেকেই সিটিতে গার্দিওয়ালার ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে গার্দিওয়ালা জানালেন, সিটিজেনদের কোচ হিসেবে এই হার তার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। চাকরি যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে গাদিওলা বলেন, ‘না, মোটেও তেমনটা না।’

তিনি আরও বলেন, ‘আমরা চ্যাম্পিয়নস লিগে খুব ভালোভাবেই লড়াই করেছি। হ্যাঁ, আমি কিছুটা হতাশ। কারণ আমরা ফাইনাল খেলতে চেয়েছিলেম। কিন্তু হয়নি। তবে তাতে আমার ভবিষ্যৎ কিংবা অতীত কোনোকিছুই পরিবর্তন হবে না। আমার ইংল্যান্ডে আসার উদ্দেশ্য অর্জিত হয়েছে।’

২০১৬ সালে পাঁচ বছরের চুক্তিতে ইংলিশ ক্লাব ম্যানসিটিতে যোগ দিয়েছিলেন গার্দিওয়ালা। চলতি মৌসুমের শেষেই শেষ হবে তার চুক্তি। তবে এখনই চুক্তি নবায়ন নিয়ে কিছু ভাবছেন না সিটি বস। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, ২০২৫ সাল পর্যন্ত ইংল্যান্ডে আরও দুই বছর থাকছেন এই স্প্যানিয়ার্ড।

চুক্তি নবায়ন করতে হলেও একদম মৌসুমের শেষেই সব করতে চান গার্দিওয়ালা। এ বিষয়ে সাবেক বার্সেলোনা কোচ বলেন, ‘আমি যদি চুক্তি বাড়াতেই চাই, তবে সেটা চলতি মৌসুমের শেষেই জানা যাবে। তার আগে কিছুই ঘটছে না।’

চলতি মৌসুমে লিগ শিরোপা জয়ের পথেই আছে সিটি। দুই ম্যাচ থেকে আর চার পয়েন্ট প্রয়োজন তাদের। চার পয়েন্ট পেয়ে গেলেই বিগত পাঁচ বছরের মধ্যে চার নম্বর শিরোপা ঘরে তুলবে ইংলিশ জায়ান্টরা।

পয়েন্ট পার্থক্যে সিটির পিছনেই ছুটছে লিভারপুল। দুই দলের মধ্যে ব্যবধান ৩। তবে গোল পার্থক্য বেশ পিছিয়ে লিভারপুল। দুই দলের মোট গোলের ব্যবধান দাঁড়িয়েছে সাতে (ম্যানসিটি ৭২, লিভারপুল ৬৫)। সুতরাং শিরোপার স্বপ্ন দেখতেই পারেন গার্দিওয়ালা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াল ছাড়বেন না হ্যাজার্ড, লক্ষ্য কাতার বিশ্বকাপ

রিয়াল ছাড়বেন না হ্যাজার্ড, লক্ষ্য কাতার বিশ্বকাপ

মোনাকো ছাড়ার ঘোষণা দিলেন সেস ফ্যাব্রেগাস

মোনাকো ছাড়ার ঘোষণা দিলেন সেস ফ্যাব্রেগাস

আগুয়েরোর ভাস্কর্য উন্মোচন করলো ম্যানসিটি

আগুয়েরোর ভাস্কর্য উন্মোচন করলো ম্যানসিটি

স্থায়ীভাবে অ্যাস্টন ভিলাতে নাম লেখালেন কৌতিনহো

স্থায়ীভাবে অ্যাস্টন ভিলাতে নাম লেখালেন কৌতিনহো