মোনাকো ছাড়ার ঘোষণা দিলেন সেস ফ্যাব্রেগাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৪ মে ২০২২
মোনাকো ছাড়ার ঘোষণা দিলেন সেস ফ্যাব্রেগাস

সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড সেস ফ্যাব্রিগাসের চলতি মৌসুমটা মোটেই ভালো কাটেনি। ফ্রান্স ক্লাব মোনাকোতে চোটের সঙ্গে লড়াই করেই কাটিয়েছেন বেশিরভাগ সময়। এমতাবস্থায় ফ্রেঞ্চ লিগের ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা।

চলতি মৌসুমের শেষের দিকে লিগ ওয়ানের খেলা শেষ হলেই মোনাকোর সঙ্গে সম্পর্কের ইতি টানবেন সাবেক বার্সা তারকা। ফ্রান্সের একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন এই ফরোয়ার্ড।

ফ্যাব্রেগাস বলেন, ‘এটা নিশ্চিত যে, মোনাকোর সাথে এটাই আমার শেষ মৌসুম। তাদের সঙ্গে আমার চুক্তির মেয়াদ জুনে শেষ হবে। এরপর আমি নতুন করে শুরু করার জন্য অন্য জায়গা খুজছি।’

মোনাকোতে চলতি বছরটা যে একদম বাজে গেছে সেটাও জানালেন ৩৫ বছর বয়সী এই তারকা। সেই সঙ্গে জানালেন এখনই অবসরের কোনো চিন্তাভাবনা নেই তার। তিনি বলেন, ‘এই বছরটা এতটাই খারাপ যে ক্যারিয়ার গড়ার পর এভাবে অবসর নিতে পারবো না। আমি খেলা চালিয়ে যেতে চাই।’

ক্যারিয়ারে দীর্ঘ সময় বার্সেলোনাতেই কাটিয়েছেন ফ্যাব্রেগাস। বার্সেলোনার খেলোয়াড় তৈরীর ‘সূতিকাগার’ খ্যাত লা মাসিয়াতেই বেড়ে উঠেছেন তিনি। এরপর বার্সেলোয়ান হয়ে চেলসিতে পাঁচ বছর কাটানোর পর ২০১৯ সালে লিগ ওয়ানের দল মোনাকোতে যোগ দেন এই তারকা।

ক্যারিয়ারে স্পেনের সাথে একটি বিশ্বকাপ ও দুটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছেন ফ্যাব্রেগাস। সেই সঙ্গে বার্সেলোনার ক্লাব পর্যায়ে সম্ভাব্য সকল শিরোপাই জিতেছেন তিনি। মোনাকো ছাড়লেও এখনও নিজের পরবর্তী গন্তব্য ঠিক করেননি ফ্যাব্রেগাস।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

বায়ার্ন মিউনিখ ছাড়ছেন লেভানডোভস্কি

বায়ার্ন মিউনিখ ছাড়ছেন লেভানডোভস্কি

গোলের রেকর্ড গড়ে রাউলের পাশে বেনজেমা 

গোলের রেকর্ড গড়ে রাউলের পাশে বেনজেমা 

স্থায়ীভাবে অ্যাস্টন ভিলাতে নাম লেখালেন কৌতিনহো

স্থায়ীভাবে অ্যাস্টন ভিলাতে নাম লেখালেন কৌতিনহো

ডি ইয়ংকে বিক্রি করতে চায় বার্সা, রাজি নন জাভি

ডি ইয়ংকে বিক্রি করতে চায় বার্সা, রাজি নন জাভি