দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার পর ২০১২ সালে ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা উঁচিয়ে ধরেছিল ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের অপেক্ষা ঘোচানোর মূল নায়ক ছিলেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। কুইন্স পার্কের রেঞ্জার্সের (কিউপিআর) বিপক্ষে ম্যাচের ইনজুরি সময়ে গোল করে দলকে শিরোপা উৎসবে ভাসান আগুয়েরো। তার প্রতি সম্মান রেখে নিজেদের স্টেডিয়ামের সামনে আগুয়রোর ভাস্কর্য উন্মোচন করলো ম্যানসিটি।
২০১২ সালের ১৩ মে কিউপিআরের বিপক্ষে ইনজুরি সময়ে গোল করে ম্যানসিটির ৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটনা আগুয়েরো। দলটি জিতে নেয় নিজেদের ইতিহাসের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা। এছাড়াও ইংলিশ ফুটবলের সর্বোচ্চ লিগের শিরোপা জয়ের ৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটে।
প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা জয়ের ১০ম বর্ষপূর্তিতে উন্মোচন করেছেন আগুয়েরোর ভাস্কর্য। ম্যানসিটিকে প্রথম শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ক্লাব ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারও এই আর্জেন্টাইন।
ফুটবল বিশ্লেষকদের মতে, ম্যানসিটির পুনঃজাগরণের পিছনে সবচেয়ে বড় অবদান এই লিগ জয়। ২০১১-১২ মৌসুমের পর দলটি আরও চারবার নিজেদের ঘরে তুলেছিল প্রিমিয়ার লিগের শিরোপা।
ইতিহাদ স্টেডিয়ামের সামনে নিজের ভাস্কর্য দেখে বেশ উচ্ছ্বসিত আগুয়েরো। বলেন, “এটা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। এই মুহূর্ত আমার জীবন এবং ক্লাবকে বদলে দিয়েছে। এই মুহূর্তটাকে আমি সবসময়ই মনে রাখবো।”
বৃটিশ ভাস্কর অ্যান্ডি স্কট ইস্পাত দিয়ে তৈরি করেছেন এই ভাস্কর্য। শুধু আগুয়েরো নন, ম্যানসিটি কিংবদন্তি ভিনসেন্ট কোম্পানি এবং ডেভিড সিলভার ভাস্কর্যও বানিয়েছেন তিনি।
ম্যানচেস্টার সিটির হয়ে ১০ বছরের ক্যারিয়ারে ১৫ শিরোপা জিতেছেন সার্জিও আগুয়েরো। এক দশকের ক্যারিয়ার শেষে ২০২১-২২ মৌসুমে সিটিজেনদের ডেরা ছেড়ে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। তবে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হওয়ায় মৌসুমের মাঝপথেই ক্যারিয়ারকে বিদায় জানান তিনি।
সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ম্যানসিটির হয়ে ৩৯০ ম্যাচ খেলে ২৬০ গোল করেন তিনি। এছাড়াও সতীর্থদের দিয়ে ৭৩ গোল করিয়েছেন তিনি। ম্যানসিটির হয়ে প্রিমিয়ার লিগে ২৭৫ ম্যাচ খেলে ১৮৪ গোল করেছেন আগুয়েরো। প্রিমিয়ার লিগের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলদাতাও তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর