ন্যাশনস লিগের পরিকল্পনা হাস্যকর: ক্লপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৩ মে ২০২২
ন্যাশনস লিগের পরিকল্পনা হাস্যকর: ক্লপ

উয়েফার টিকিট নীতি নিয়ে সমালোচনার রেশ না কমতেই আরেক সমালোচনা নিয়ে হাজির লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। ‘ন্যাশনস লিগ’ নিয়ে উয়েফার কঠোর সমালোচনা করেছেন অলরেড বস। এমনকি এই টুর্নামেন্টের পরিকল্পনাকে হাস্যকর বলে অভিহিত করেছেন তিনি।

টিকেট নিয়ে সমালোচনার পর উয়েফা প্রধানের সাথে বার্তা বিনিময় হয়েছে বলে গণমাধ্যেমে জানিয়েছেন ক্লপ। ক্লপ জানান, তারা কথা বলেননি তবে উয়েফার প্রধান তাকে ম্যাসেজ দিয়েছিল। সেখানে উয়েফা প্রধান ক্লপকে জানিয়েছেন চ্যাম্পিয়নস লিগ থেকে প্রাপ্ত আয়ের ৯৩ শতাংশ ক্লাবগুলো পায়, যেখানে খুবই স্বল্প মাত্রার একটা অংশ উয়েফা পেয়ে থাকে।

ক্লপ উত্তরে বলেন, “হ্যাঁ, আমি সবটুকু জানি না। তবে আমি তার (উয়েফা প্রধান) সাথে আলাপকালে এও বলেছি যে, আমি আপনার সাথে কথা বলার সময়েও খুব ভালো মেজাজে নেই যখন আমি উয়েফা সম্পর্কে কথা বলি। এর কারণ, ‘ন্যাশনস’ লিগ।”

উয়েফার ন্যাশনস লিগের পরিকল্পনাকে রীতিমত হাস্যকর বলেন এই জার্মান কোচ। ক্লপ আরো বলেন, “আমি এখনো বিশ্ব ফুটবলে ন্যাশনস লিগের পরিকল্পনাকে হাস্যকর বলে মনে করি। আমারা যে মৌসুম শেষ করতে যাচ্ছি সেখানে প্রত্যেক খেলোয়াড় ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৩ থেকে ৬৪ ম্যাচ খেলেছে। এরপর সরাসরি ন্যাশনস লিগে খেলতে যাওয়াটা পাগলামি ছাড়া আর কিছুই নয়।”

ন্যাশনস লিগের কারণ যদি আর্থিক হয়ে থাকে তারও সমাধান দিয়েছেন ক্লপ। তিনি বলেন, “আমি উয়েফাকে বলবো চ্যাম্পিয়নস লিগ ফাইনাল থেকে আরো টাকা নিতে এবং ন্যাশনস লিগকে ছুড়ে ফেলতে। আমার কাছে হয়তো সম্পূর্ণ তথ্য নেই। কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত।”

২০১৮ সালে উয়েফার নতুন টুর্নামেন্ট হিসেবে ‘ন্যাশনস লিগ’ আত্মপ্রকাশ করে। প্রথম আসরেই ফ্রান্সকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এরপরের আসরে শিরোপা জেতে প্রথম ফাইনালে হারা ফ্রান্স।

স্পোর্টসমেইল২৪/এসকেডি/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

গার্দিওয়ালার খোঁচার জবাবে পাল্টা তীর ছুড়লেন ক্লপ

গার্দিওয়ালার খোঁচার জবাবে পাল্টা তীর ছুড়লেন ক্লপ

প্রিমিয়ার লিগের সাফল্য নিয়ে লিভারপুলকে খোঁচা গার্দিওয়ালার

প্রিমিয়ার লিগের সাফল্য নিয়ে লিভারপুলকে খোঁচা গার্দিওয়ালার

লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হার চান হামেস রদ্রিগেজ

লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হার চান হামেস রদ্রিগেজ

মানে বিশ্বমানের খেলোয়াড়, গোল মেশিন: ক্লপ

মানে বিশ্বমানের খেলোয়াড়, গোল মেশিন: ক্লপ