বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল ব্রাজিলিয়ান তারকা ফিলিপ্পে কৌতিনহোকে নিজেদের ডেরায় রেখে দিতে চায় ইংলিশ ক্লাব কৌতিনহো। শেষ পর্যন্ত হলোও তাই, ২০২৬ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
২০১৮ সালে ১৬৭ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি-তে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে কৌতিনহোকে নিজেদের ডেরায় নেয় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। লিভারপুলের সেই দূর্দান্ত ছন্দের কোনোটাই যেন দেখাতে পারছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। তাই তো বাধ্য হয়ে তাকে লোনে খেলতে পাঠায় বার্সেলোনা।
লোনে বায়ার্ন মিউনিখে এক মৌসুম খেলেছেন এই ব্রাজিলিয়ান। সেই সময় ক্লাবটির হয়ে ২৩ ম্যাচে করেছেন ৮ গোল। বায়ার্নে কিছুটা ছন্দে ফেরা কৌতিনহোকে আবারও ফিরিয়ে আনে কাতালান ক্লাবটি। তবে বার্সেলোনার সাথে যেন কোনোভাবেই মানিয়ে উঠতে পারছিলেন না এই ব্রাজিলিয়ান।
শেষমেষ চলতি বছরের জানুয়ারিতে তাকে আবারও লোনে পাঠায় বার্সেলোনা। এবার কৌতিনহোর গন্তব্য হয়েছিল ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। ২০২১-২২ মৌসুম শেষে কৌতিনহোকে নিজেদের ডেরায় স্থায়ীভাবে রেখে দিতে চেয়েছিল অ্যাস্টন ভিলা। শেষ পর্যন্ত দুই পক্ষই সম্মত হওয়ায় এখন থেকে অ্যাস্টন ভিলার খেলোয়াড় কৌতিনহো।
বার্সেলোনা থেকে ফিলিপ্পে কৌতিনহোকে দলে পেতে অ্যাস্টন ভিলাকে খরচ করতে হয়েছে ২০ মিলিয়ন ইউরো। অবশ্য এই ব্রাজিলিয়ানকে দলে নিতে আরেক ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড ৪০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি ছিল।
বার্সেলোনা ক্যারিয়ারে দলটির হয়ে ১০৬ ম্যাচে মাঠে নেমেছিলেন ফিলিপ্পে কৌতিনহো। এই সময়ে দলটির হয়ে তার পা থেকে এসেছে মাত্র ২৬ গোল! মূলত ফরোয়ার্ড লাইনে ভারসাম্য আনার জন্য তাকে দলে আনলেও প্রত্যাশামাফিক পারফর্ম করতে পারেননি এই ব্রাজিলিয়ান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর