ভিনিসিউসের হ্যাটট্রিকে ৬ গোলের উৎসবে রিয়াল মাদ্রিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৩ মে ২০২২
ভিনিসিউসের হ্যাটট্রিকে ৬ গোলের উৎসবে রিয়াল মাদ্রিদ

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে আগের ম্যাচে অনেকটা অচেনা রিয়াল মাদ্রিদ এবার ফিরলো স্বরূপে। তবে টেবিলের তলানিতে থাকা লেভান্তের বিপক্ষে লা লিগার শীর্ষ দলের ম্যাচটি হয়েছে একপেশে। ভিনিসিউস জুনিয়রের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ মেতেছিল গোল উৎসবে। এ হারে লেভান্তের অবনমন নিশ্চিত হয়ে গেছে।

বৃহস্পতিবার (১২ মে) দিনগত রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ৬-০ গোলে। দলের পক্ষে হ্যাটট্রিক গোল করেছেন ভিনিসিউস জুনিয়র। এছাড়া কমির বেনজেমা, রদ্রিগো ও ফেরলঁদ মঁদি একটি করে গোল করেছেন।

শিরোপা আগেই নিশ্চিত হওয়ায় লা লিগার শেষ ম্যাচগুলো রিয়ালের জন্য এখন প্রস্তুতি মঞ্চ। ফলে নিয়তিম অনেক খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে খেলানোটা স্বাভাবিক। তবে গত ম্যাচে ধাক্কা খাওয়ার পর এ ম্যাচে ফেরানো হয়েছিল বেশ কয়েকজন নিয়মিত খেলোয়অড়কে। যার ফলাফল লেভান্তেকে গোল বন্যায় ভাসিয়ে দেওয়া।

ম্যাচে ১৩তম মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন ফেরলঁদ মঁদি। যদিও এর আগে ম্যাচের দ্বিতীয় মিনিটেই সুযোগ পেয়েছিল তারা। তবে বেনজেমার শট লেভান্তে গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ায় সে যাত্রায় রক্ষা পায়।

একপেশে ম্যাচটিতে রিয়াদ গোল ব্যবধান দ্বিগুণ করে ৬ মিনিট পরেই। ম্যাচের ১৯তম মিনিটে ভিনিসিউসের ক্রসে চমৎকার হেডে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। আসরে এটি তার ২৭তম গোল।

ম্যাচের ৩৪তম মিনিটে দলকে তৃতীয় গোলর স্বাদ এনে দেন রদ্রিগো। যদিও এর চার মিনিট আগে (৩০তম মিনিটে) রদ্রিগো গোল করলেও সেটি অফসাইডের কারণে বাদ হয়ে যায়। বিরতিতে যাওয়ার ঠিক আগে নিজের প্রথম গোল করেন ম্যাচের হ্যাটট্রিকম্যান ভিনিসিউস।

৪৫তম মিনিটে ক্রোয়াট মিডফিল্ডার মদ্রিচকে বল বাড়িয়ে এগিয়ে যান তিনি। এবারও নিখুঁত পাসে তাকে খুঁজে নেন মদ্রিচ। সঙ্গে লেগে থাকা খেলোয়াড়দের এড়িয়ে আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষভেদ করেন ভিনিসিউস।

ম্যাচের বাকি দুটি গোল আসে ভিনিসিউসের পা থেকে। ৬৮ এবং ৮৩তম মিনিটে নিজের হ্যাটট্রিক গোল পূরণ করেন তিনি। যদিও এর আগে ৫৮তম মিনিটে ভিনিসিউসের আরও একটি গোল অফসাইডে বাতিল হয়ে যায়। এ জয়ে ৩৬ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট গিয়ে দাঁড়ালো ৮৭তে। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সমান ম্যাচে পয়েন্ট সংখ্যা ৭২।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

একই ক্লাব মাতানো দশ ‘পিতা-পুত্র’

একই ক্লাব মাতানো দশ ‘পিতা-পুত্র’

হল্যান্ডকে না পেয়ে আফসোস নেই, নিজের দল নিয়ে খুশি আনচেলত্তি

হল্যান্ডকে না পেয়ে আফসোস নেই, নিজের দল নিয়ে খুশি আনচেলত্তি

রিয়ালেই থাকতে চান মার্সেলো

রিয়ালেই থাকতে চান মার্সেলো

করিম বেনজেমার চমকপ্রদ ‘অজানা’ দশ তথ্য

করিম বেনজেমার চমকপ্রদ ‘অজানা’ দশ তথ্য