বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় এক খেলোয়াড়ের জাতীয়তা নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনে ইকুয়েডরের বিপক্ষে ফিফার কাছে নালিশ করেছিল চিলি। এরই ধারাবাহিকতায় ইকুয়েডরের বিপক্ষে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিষয়টি সম্প্রতি এক বিবৃতিতে ল্যাটিন আমেরিকার এই দেশটির বিরুদ্ধে তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে ফিফা জানায় ইকুয়েডরের ফুটবলার বাইরন কাস্টিলোকে নিয়ে সম্ভাব্য তথ্য জালিয়াতির অভিযোগে তদন্ত করা হবে। চিলির দাবি, ইকুয়েডরের ফুটবলার কাস্টিলোর জন্ম ১৯৯৫ সালে কলম্বিয়ায়। কিন্তু ইকুয়েডর পাসপোর্টে উল্লেখ করেছে ১৯৯৮ সালে ইকুয়েডরের প্লায়াস শহরে জন্ম তার। এ নিয়েই ইকুয়েডরের বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগ করে চিলি। ইকুয়েডর ফুটবল ফেডারেশন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের সাথে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি কাতার বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে ইকুয়েডর। ফিফার তদন্তে চিলির অভিযোগ সত্যি হলে কাস্টিলোর খেলা ম্যাচগুলোর পয়েন্ট হারাবে দেশটি।
বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের হয়ে ৮ ম্যাচে মাঠে নেমেছেন কাস্টিলো। এই আট ম্যাচ থেকে ১৪ পয়েন্ট পেয়েছে ইকুয়েডর। এই পয়েন্টগুলো হারালে কাতার বিশ্বকাপে খেলা হবে না দেশটির।
এক বিবৃতিতে চিলি জানিয়েছে, “অসংখ্য প্রমাণ রয়েছে, ওই খেলোয়াড় (বাইরন কাস্টিলো) ১৯৯৫ সালের ২৫ জুলাই কলম্বিয়ার টুমাখো শহরে জন্মগ্রহণ করেছে। সে ১৯৯৮ সালের ১০ নভেম্বর ইউকুয়েডরে জন্মগ্রহণ করেনি।”
কাতার বিশ্বকাপে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব থেকে বাদ পড়েছে চিলি। এরপরেই ইকুয়েডরের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ জানায় চিলি। বিষয়টি নিয়ে দেশটি নিযুক্ত আইনজীবী কার্লেসো গণমাধ্যমকে বলেন, “তদন্তে তাদের (চিলির) অভিযোগই সত্যি বলে প্রমানিত হবে। তিনি আশা করছেন একুয়েডরের বিপক্ষে দুই ম্যাচের পয়েন্ট ফিরে পাবে চিলি। ফলে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে চিলি।”
আসন্ন কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইকুয়েডরের। এই দুই দলের পাশাপাশি ‘এ’ গ্রুপে আরো রয়েছে নেদারল্যান্ডস ও সেনেগাল।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/পিপিআর