ম্যানচেস্টার সিটি ছেড়ে আসন্ন গ্রীষ্মকালীন দলবদলের সময়ে নতুন ঠিকানায় পাড়ি জমাতে পারেন গ্যাব্রিয়েল জেসুস। আর এই ব্রাজিলিয়ানের নতুন ঠিকানা হিসেবে আর্সেনাল হওয়ায় জোড় সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে, বিভিন্ন ইউরোপিয়ান গণমাধ্যম।
জেসুসের এজেন্ট মারসেলো পেট্টিনাটি নিশ্চিত করেছেন আর্সেনালের পরিকল্পনা এই ব্রাজিলিয়ানের পছন্দ হয়েছে। জেসুসের ম্যানেজার সম্প্রতি আর্সেনালের সাথে এই নিয়ে কথাও বলেছেন বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা জেসুসকে পেতে আগ্রহী বলে জানা গেছে। আক্রমণভাগের সমস্যার সমাধান হিসবে জেসুসকেই দলে টানতে চাইছে গানাররা।
জেসুসের ম্যানেজার স্বীকার করেছেন যে জেসুস আর্সেনালের হয়ে নতুনভাবে শুরু করতে আগ্রহী এবং গানারদের পরিকল্পনাও পছন্দ হয়েছে তাদের। “সম্ভবনা আছে, আমরা আলোচনা করছি” বলেন মারসেলো।
তবে জেসুসকে পেতে আর্সেনালকে লড়াই করতে হবে বলেও জানান মারসেলো। কারণ আর্সেনাল ছাড়াও কয়েকটি ক্লাব জেসুসকে পেতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানিয়েছে ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যম।
২০১৭ সালে ব্রাজিলিয়ান পালমেইরাস থেকে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান জেসুস। তবে সিটি বস গার্দিওয়ালার অধীনে কখনই একাদশে নিয়মিত হতে পারেননি এই ব্রাজিলিয়ান। এছাড়া চলতি মৌসুমে বুরুসিয়া ডর্টমুন্ড থেকে আরলিং হল্যান্ডকে দলে ভিড়িয়েছে সিটিজেনরা। এর ফলে জেসুসের একাদশে জেসুসের সুযোগ পাওয়ার সম্ভাবনাও যে কম, তা এক রকম নিশ্চিত করেই বলা যায়।
সিটিজেনদের জয়ে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ মোট ৯টি শিরোপা জিতেছে জেসুস। যদিও সম্প্রতি কিছু ম্যাচে তাকে একাদশে সুযোগ দিয়েছেন গার্দিওয়ালা। তবুও গার্দিওয়ালার উপর করতে পারছেন না জেসুস। তাই চলতি মৌসুম শেষেই নতুন ঠিকানায় পাড়ি জমাতে চান তিনি।
সিটির সাথে জেসুসের চুক্তির মেয়াদ আছে মাত্র এক বছর। তাই এটাই সিটির সামনে তাকে বিক্রি করার শেষ সুযোগ। চুক্তি শেষ হয়ে গেলে ফ্রি ট্রন্সফারেই দল ছাড়তে পারবেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।
৫ বছরে সিটিজেনদের হয়ে ১৫৭ ম্যাচে মাঠে নেমেছেন জেসুস। সিটির জার্সিতে এই ব্রাজিলিয়ানের পা থেকে এসেছে ৫৮ গোল।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/পিপিআর