চ্যাম্পিয়নস লিগে দল বাড়ালো উয়েফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১১ মে ২০২২
চ্যাম্পিয়নস লিগে দল বাড়ালো উয়েফা

চ্যাম্পিয়নস লিগে কাঠামোগত পরিবর্তন আসবে বেশ আগেই মিলেছিল এমন ইঙ্গিত। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ২০২৪-২৫ মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগের দল সংখ্যা ৩২ থেকে চারটি বেড়ে ৩৬ হবে বলে নিশ্চিত করেছে।

১১ মে (মঙ্গলবার) উয়েফার হেড অফিস অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে প্রকাশিত এক বিবৃতিতে চ্যাম্পিয়নস লিগের কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দেয় উয়েফা। উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন সংবাদমাধ্যমকে বলেছেন, “উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রতি কতটুকু দায়বদ্ধ এবং খেলাধুলার মৌলিক বিষয়গুলো পালন করতে কতটা ইচ্ছুক, তা আজ দেখিয়ে দিল উয়েফা।”

উয়েফা সভাপতি আরও যোগ করেন, “ইউরোপিয়ান ফুটবলের উন্নতিতে সমর্থক, খেলোয়াড়, কোচ, জাতীয় অ্যাসোসিয়েশন, ক্লাব ও লিগগুলোর সঙ্গে খোলামেলা কথা বলেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।”

চ্যাম্পিয়নস লিগে নতুন করে চারদল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি দলগুলো কিভাবে আসবে সেই বিষয়টিও চূড়ান্ত করে জানিয়ে দিয়েছে উয়েফা। তারা জানিয়েছে, উয়েফার সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী দুই দেশ থেকে আগের মৌসুমে যে দুইটি দল পারফর্মেন্সের তালিকায় সেরা দুইয়ে থাকবে তারাই চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবে।

এছাড়াও বাকি দুইটি স্থান পূরণে প্রতি মৌসুমে নতুন দুইটি করে ক্লাবকে আমন্ত্রণ জানানো হতে পারে। এমনটাই ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনও ক্লাব কমিটির সভায় অনুমোদন পায়নি। তবে উপরের উয়েফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দুই দেশের দুই ক্লাবের খেলার বিষয়টি অনুমোদন পেয়েছে। এখন অপেক্ষা উয়েফার নির্বাহী সভায় অনুমোদনের।

শুধু দল সংখ্যা নয়, গ্রুপ পর্বেও পরিবর্তন আনছে উয়েফা। চ্যাম্পিয়নস লিগের নতুন কাঠামোতে থাকবে না গ্রুপ পর্ব। তাই তো গ্রুপ পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হবে কি-না সেই বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি।

স্পোর্টসমেইল২৪/এসকেডি/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের টিকিট নিয়ে প্রশ্ন ক্লপের

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের টিকিট নিয়ে প্রশ্ন ক্লপের

চ্যাম্পিয়নস লিগ থেকে আয়ের শীর্ষে লিভারপুল, দ্বিতীয় রিয়াল

চ্যাম্পিয়নস লিগ থেকে আয়ের শীর্ষে লিভারপুল, দ্বিতীয় রিয়াল

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করবেন রদ্রিগো!

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করবেন রদ্রিগো!

‘সম্ভবত আমি চ্যাম্পিয়নস লিগ জেতানোর মতো ভালো কোচ নই’

‘সম্ভবত আমি চ্যাম্পিয়নস লিগ জেতানোর মতো ভালো কোচ নই’