কৌতিনহোকে ভেড়াতে ৪০ মিলিয়ন ইউরো খরচ করতে চায় নিউক্যাসল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১০ মে ২০২২
কৌতিনহোকে ভেড়াতে ৪০ মিলিয়ন ইউরো খরচ করতে চায় নিউক্যাসল

ব্রাজিলিয়ান ফুটবলার ফিলিপে কৌতিনহোকে দলে পেতে মরিয়া হয়ে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দল নিউক্যাসল ইউনাইটেড। কৌতিনহোর জন্য ৪০ মিলিয়ন ইউরোও খরচ করতে রাজি তারা। এই প্রস্তাব দ্রুতই বার্সেলোনাকে দিতে চায় দলটি।

বর্তমানে ইপিলের আরেক দল বার্সেলোনা থেকে লোনে অ্যাস্টন ভিলাতে খেলছেন কৌতিনহো। মৌসুম শেষে তাকে তাকে কিনে নেওয়ার সুযোগ রেখেছে অ্যাস্টন ভিলা। দলটির কোচ স্টিভেন জেরার্ড বলেছেন তারা কৌতিনহোকে রেখে দিতে চান ক্লাবে। 

কৌতিনহোকে ভেড়ানোর লড়াইয়ে তাদের সাথে যোগ দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। এমনকি এই ব্রাজিলিয়ানকে দলে পেতে ৪০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতেও রাজি তারা।

২০১৮ সালে ১৬৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় আসেন কৌতিনহো। বার্সেলোনায় যোগ দিয়ে অনেক বেশি উদগ্রীব ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে দিন যত গড়িয়েছে বার্সেলোনা অধ্যায় কৌতিনহোর জন্য ততটাই যন্ত্রনাদায়ক হয়ে উঠেছে।  

একাদশে অনিয়মিত হওয়া, একের পর এক ইনজুরি তার বার্সেলোনায় অধ্যায়কে শুধু হতাশাজনকই করে তুলেছে। ২০১৯ সালে প্রথম দফায় কৌতিনহোকে ধারে বায়ার্ন মিউনিখে পাঠিয়েছিল বার্সেলোনা। এরপর সেখান থেকে ফিরিয়ে আনার পর আবার চলতি বছর ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাতে লোনে পাঠায় কাতালান ক্লাবটি।

বার্সেলোনার সাথে চুক্তির এখনো এক বছর বাকি থাকলেও কৌতিনহো মেনে নিয়েছেন বার্সাতে তার আর কোন ভবিষ্যৎ নেই। এ কারণে প্রিমিয়ার লিগেই পাকাপাকি ভাবেই ফিরতে চাচ্ছেন এই ব্রাজিলিয়ান। 

২৯ বছর বয়সী এই স্ট্রাইকার ইংল্যান্ডে খেলেই আসন্ন কাতার বিশ্বকাপে ব্রাজিল দলে নিজের নাম অন্তর্ভুক্ত করতে চাইছেন। যদিও ইপিএলে সর্বশেষ ম্যাচে একাদশে জায়গা হারিয়েছেন কৌতিনহো, এমনকি শেষ ৭ ম্যাচে তার পা থেকে আসেনি কোনো গোল।

স্পোর্টসভয়েস২৪/এসকেডি/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনার চেয়ে তুলনামূলক কঠিন গ্রুপে ব্রাজিল

আর্জেন্টিনার চেয়ে তুলনামূলক কঠিন গ্রুপে ব্রাজিল

কৌতিনহোকে রেখে দিতে চায় অ্যাস্টন ভিলা

কৌতিনহোকে রেখে দিতে চায় অ্যাস্টন ভিলা

ইউরোপে ‌‘ভয়ঙ্কর’ রিয়ালের ভয় বার্সেলোনা!

ইউরোপে ‌‘ভয়ঙ্কর’ রিয়ালের ভয় বার্সেলোনা!

ব্রাজিল-আর্জেন্টিনাকে বাছাইপর্বের ‌‘সেই ম্যাচটি’ খেলতেই হবে

ব্রাজিল-আর্জেন্টিনাকে বাছাইপর্বের ‌‘সেই ম্যাচটি’ খেলতেই হবে