ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদের চেয়ে ‘ভয়ঙ্কর’ প্রতিপক্ষ খুব কমই রয়েছে। আকাশ ছোঁয়া সাফল্য আর টুর্নামেন্টে দাপট দেখানো পারফর্ম্যান্সে আতঙ্কে থাকে রিয়ালের প্রতিপক্ষ। তবে ইউরোপের সবচেয়ে সফল দল, যাদেরকে বাকি দলগুলো সমীহ করে তারাই নাকি এবার বার্সেলোনাকে ভয় পাচ্ছে! ক্লাবটির সাবেক কিংবদন্তী থিয়েরী অঁরি এমনটাই দাবি করেছেন।
চলতি ফুটবল মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী দুই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের অবস্থা পুরো বিপরীত। বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব থেকে বাদ পড়ে ইউরোপের দ্বিতীয় সারির টুর্নামেন্ট ইউরোপা-তে অবনমিত হয়েছে। সেখানেও কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে জার্মান ক্লাব ফ্রাংকফুর্টের কাছে হেরে বাদ পড়েছে।
লা-লিগায় অনেক আগেই শিরোপা হাতছাড়া হওয়ার পর কাঠখড় পুড়িয়ে আগামী চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ নিশ্চিত করেছে বার্সেলোনা। সর্বশেষ শোনা যাচ্ছে, নতুন মৌসুমে প্রায় ৯ ফুটবলারকে তারা ছেড়ে দেবে দলবদলের বাজারে।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে যেন রূপকথা লেখার মিশনে নেমেছে। একাধিক ম্যাচে তাদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন মুগ্ধ করেছে ফুটবল প্রেমীদের। মৌসুম শেষ হওয়ার অনেক আগেই লা-লিগায় নিজেদের ৩৫তম শিরোপা নিশ্চিত করেছে কার্লো আনচেলেত্তির দল।
চ্যাম্পিয়নস লিগে রিয়াল যেন প্রত্যাবর্তনের রাজা হয়ে উঠেছে। পিএসজি, চেলসির পর সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে যেভাবে প্রতিপক্ষের হাতের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ, ফুটবল প্রেমীদের তা অনেক দিন মনে থাকবে।
১৪তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার লক্ষ্যে ফাইনালে ইংলিশ জায়ান্ট লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তবে ইউরোপের প্রত্যেকটা দলের কাছে সমীহ পেলেও রিয়াল মাদ্রিদের নাকি ভয় বার্সেলোনাকে নিয়ে!
বার্সেলোনার সাবেক কিংবদন্তী ফুটবলার থিয়েরী অঁরি’র বলেছেন, “ইউরোপে সব ক্লাবই রিয়াল মাদ্রিদকে ভয় পায়, আর রিয়াল মাদ্রিদ ভয় পায় বার্সেলোনাকে।”
থিয়েরির এমন মন্তব্যে হয়তো রিয়াল মাদ্রিদের ভক্তদের চোখ কপালে উঠতে পারে। এমনকি অনেক ফুটবল প্রেমীও হয়তো থিয়েরীর এমন মন্তব্যকে স্বাভাবিকভাবে নিতে পারবেন না। রিয়াল মাদ্রিদের মতো সাফল্যে ভাসা এমন ক্লাব আবার কাউকে ভয় পায় নাকি!
তবে ইউরোপে রাজত্ব চালানো রিয়াল লা-লিগায় ১২ পয়েন্ট পিছিয়ে থাকা বার্সেলোনার বিপক্ষে চার গোল হজম করতে হয়েছে। থিয়েরী অবশ্য অনেকটা মজার সুরেই এমন মন্তব্য করেছেন।
আসন্ন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিয়েও কথা বলেছেন থিয়েরী। রিয়াল মাদ্রিদ নয়, লিভারপুলই চ্যাম্পিয়নস লিগ জিতবে বলে মনে করেন তিনি। থিয়েরী বলেন, “আমার মনে হয়, লিভারপুলই চ্যাম্পিয়নস লিগ জিতবে। ওরা মাদ্রিদের চেয়ে বেশ শক্তিশালী।”
পেপ গার্দিওয়ালার অবিশ্বাস্য বার্সেলোনার দলের অংশ ছিলেন থিয়েরী অঁরি। বার্সেলোনার জার্সি গায়ে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছে এই ফ্রেন্স কিংবদন্তী।
বার্সেলোনার হয়ে ৮০ ম্যাচে মাঠে নেমে গোল করেছেন ৩৫টি। আর্সেনালে ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটানো থিয়েরি বরাবরই বার্সেলোনা ক্লাব ও শহরের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন।
স্পোর্টসভয়েস২৪/এসকেডি/আরএস