গার্দিওয়ালার খোঁচার জবাবে পাল্টা তীর ছুড়লেন ক্লপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৭ এএম, ১০ মে ২০২২
গার্দিওয়ালার খোঁচার জবাবে পাল্টা তীর ছুড়লেন ক্লপ

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই জমে উঠেছে। থেমে নেই মাঠের বাইরের কথার লড়াইও। শুরুতে প্রিমিয়ার লিগে সাফল্যের ইতিহাস নিয়ে লিভারপুলকে খোঁচা দিয়েছিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা। তবে সেটা হজম হওয়ার আগেই পাল্টা তীর ছুড়লেন লিভারপুল কোচ জার্গেন ক্লপ।

গার্দিওয়ালার বক্তব্যের জবাবে সোমবার (৯ মে) ক্লপ বলেন, ‘আমি লিভারপুলে থাকি। তাই সব জানি। হ্যাঁ, এখানে অনেক মানুষ চায় লিভারপুল লিগ জিতুক, এটাই সত্য! তবে এটার সম্ভাবনা এখন মাত্র ৫০ শতাংশ।’

ক্লপ মনে করেন গার্দিওলা রাগের মাথায় ওই মুহুর্তে মুখ ফসকে লিভারপুলকে খোঁচা মেরে বসেন। যেটা তিনি নিজেও করেছেন বলে সহজ স্বীকারোক্তি দিয়েছেন লিভারপুল বস। টটেনহ্যাম কোচ আন্তোনিও কন্তেকে নিয়ে বেফাস মন্তব্য করে বসেছিলেন ক্লপ। যার জন্য তিনি অনুতপ্তও হয়েছেন।

ক্লপ বলেন, ‘পেপ ঠিক কী ধরনের পরিস্থিতিতে ছিল তা আমি জানি না। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়াটা মেনে নেওয়া যথেষ্ট কঠিন। তার ক্ষেত্রে তাই হয়েছে। যেখানে লিভারপুল ফাইনলে পৌঁছেছে।’

তবে ম্যানসিটি বসের কথাকে পুরোপুরি উড়িয়ে দিতে পারলেন না ক্লপ। তিনি বলেন, ‘এক দিকে দিয়ে তিনি ঠিক। বর্তমানে তার শীর্ষে। তার আরেকটি কথা ঠিক ছিল যে, আমরা একবারই প্রিমিয়ার লিগ জিতেছি।’

‘আমি জানি না পুরো দেশ আমাদের সমর্থন করছে কিনা। তবে আমরা যখন অন্য জায়গায় যাই এবং খেলি, তখন আমি আসলে তেমন কিছু অনুভব করি না। উল্টোটা দেখি! তবে তিনি (গার্দিওয়ালা) সম্ভবত আমার চেয়ে ভালো জানেন।’ - ক্লপ যোগ করেন।

এর আগে রোববার বিআইএন স্পোর্টসের সাথে কথা বলার সময় গার্দিওয়ালা বলেছিলেন যে, ইংল্যান্ডের গণমাধ্যম থেকে শুরু করে সবাই লিভারপুলকে সমর্থন করে। তবে লিভারপুলের তো তেমন সাফল্য নেই। তারা ৩০ বছরে মাত্র একবার শিরোপা জিতেছে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

হল্যান্ডের নতুন ঠিকানা ম্যানসিটি!

হল্যান্ডের নতুন ঠিকানা ম্যানসিটি!

টটেনহামের সমালোচনায় আথলেটিকো মাদ্রিদকে উদাহরণ টানলেন ক্লপ

টটেনহামের সমালোচনায় আথলেটিকো মাদ্রিদকে উদাহরণ টানলেন ক্লপ

প্রিমিয়ার লিগের সাফল্য নিয়ে লিভারপুলকে খোঁচা গার্দিওয়ালার

প্রিমিয়ার লিগের সাফল্য নিয়ে লিভারপুলকে খোঁচা গার্দিওয়ালার

কৌতিনহোকে রেখে দিতে চায় অ্যাস্টন ভিলা

কৌতিনহোকে রেখে দিতে চায় অ্যাস্টন ভিলা