টটেনহামের সমালোচনায় আথলেটিকো মাদ্রিদকে উদাহরণ টানলেন ক্লপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৭ পিএম, ০৯ মে ২০২২
টটেনহামের সমালোচনায় আথলেটিকো মাদ্রিদকে উদাহরণ টানলেন ক্লপ

ম্যানচেস্টার সিটির সাথে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) শিরোপা লড়াইয়ে সমানে লড়ছিল লিভারপুল। কিন্তু টটেনহামের সাথে ড্র করার পর এই লড়াইয়ে তিন পয়েন্টে পিছিয়ে পড়েছে অলরেডরা। ম্যাচ শেষে  টটেনহামের অতি রক্ষণাত্মক খেলার সমালোচনা করেছেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। আর তখন টটেনহামের সমালোচনা করতে গিয়ে উদাহরণ হিসেবে স্প্যানিশ ক্লাব আথলেটিকো মাদ্রিদকে টেনে এনেছেন তিনি। 

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে আথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটাকে ভুলতে পারেননি ক্লপ। ফুটবল মহলে অতি রক্ষণাত্মক কৌশলের জন্য বরাবরই সমালোচিত আথলেটিকো মাদ্রিদ। কয়েক দিন আগেই ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওয়ালাও আথলেটিকোর সমালোচনা করেছিলেন। 

টটেনহামের বিপক্ষে ম্যাচ শেষে ওদের কোচ আন্তোনিও কান্তের সমালোচনা করেন লিভারপুল বস। ক্লপ বলেন, “আমি এই ধরনের ফুটবল পছন্দ করি না।”

তবে এটা তার ব্যক্তিগত সমস্যা বলেও অভিহিত করেছেন তিনি। এর জন্য কাউকে তিনি দায়ীও করছেন না। অলরেড বস আরো যোগ করেন, “এটা কিন্তু আমার ব্যক্তিগত সমস্যা। আমার মনে হয় তারা বিশ্বমানের ফুটবল দল এবং তাদের ফুটবলকে আরো অনেক কিছু দেওয়া উচিত। লিভারপুলের বিপক্ষে ম্যাচে অথচ তাদের বল দখলে ছিল মাত্র ৩৬ শতাংশ সময়।”

তাদের অতি রক্ষণাত্মক ফুটবলের বিরুদ্ধে তিনি কোচিং করাতে পারেনি তাই সেটা তারই সমস্যা বলে মন্তব্য করেন ক্লপ। ইয়ুর্গেন ক্লপ বলেন, “আমার সমস্যা এটি আমি কোচিং করাতে পারিনি। বিশ্বমানের সব ফুটবলাররা শুধু রক্ষণই সামলে গিয়েছে। এটা আসলেই কঠিন।”

টটেনহামের সমালোচনা করতে গিয়ে স্প্যানিশ ক্লাব আথলেটিকো মাদ্রিদকে টেনে আনেন লিভারপুল বস। ক্লপ বলেন, আথলেটিকো মাদ্রিদ এমনটা করে। যাই হোক সব ঠিক আছে আমি কিছুই করতে পারবো না! কিন্তু হ্যাঁ, তারা যা করে আমি শ্রদ্ধা করি। তবে এটি আমার কৌশল হতে পারে না।”

ইপিএলে সমান ৩৫ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ম্যানচেস্টার সিটির চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে রয়েছে লিভারপুল। প্রিমিয়ার লিগে তাদের পয়েন্ট ৮৬।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগ থেকে আয়ের শীর্ষে লিভারপুল, দ্বিতীয় রিয়াল

চ্যাম্পিয়নস লিগ থেকে আয়ের শীর্ষে লিভারপুল, দ্বিতীয় রিয়াল

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের টিকিট নিয়ে প্রশ্ন ক্লপের

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের টিকিট নিয়ে প্রশ্ন ক্লপের

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করবেন রদ্রিগো!

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করবেন রদ্রিগো!

প্রিমিয়ার লিগের সাফল্য নিয়ে লিভারপুলকে খোঁচা গার্দিওয়ালার

প্রিমিয়ার লিগের সাফল্য নিয়ে লিভারপুলকে খোঁচা গার্দিওয়ালার