নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে বড় জয়ে চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। লিভারপুলের সাথে শিরোপা দৌড়ে পয়েন্ট ব্যবধান তিনে নিয়ে গেছে পেপ গার্দিওয়ালার দল। ম্যাচ জিতেই প্রতিদ্বন্দ্বী ক্লাব লিভারপুলকে খোঁচা দিয়েছেন সিটিজেন বস।
রোববার (৮ মে) ঘরের মাঠে নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচে নেমেছিল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নাটকীয় হারের পর সব রাগ যেন এদিন নিউক্যাসেলের উপরে ঝাড়ে গার্দিওয়ালার শিষ্যরা। ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দেয় নিউক্যাসেলকে।
এর আগে লিভারপুল টটেনহামের সাথে ড্র করায় সিটির জন্য বেশ সুবিধাই হয়েছে। নিউক্যাসেলের বিপক্ষে জয় শিরোপা দৌড়ে সিটিজেনদের আরো অনেক খানি এগিয়ে দিয়েছে।
ম্যাচ শেষে হতেই লিভারপুলকে তাদের প্রিমিয়ার লিগের সাফল্য নিয়ে খোঁচা দিলেন সিটিজেন বস পেপ গার্দিওয়ালা। সিটি বস বলেন, “অবশ্যই ইউরোপিয়ান প্রতিযোগিতায় লিভারপুলের অসাধারণ ইতিহাস রয়েছে। কিন্তু প্রিমিয়ার লিগে তাদের ঐ রকম ইতিহাস নেই কারণ তারা ৩০ বছরে মাত্র একবার প্রিমিয়ার লিগ জিতেছে, কিন্তু এটা একদমই কোন সমস্যা নয়।”
রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ম্যানচেস্টার সিটি বাদ পড়লেও আরেক স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে উঠেছে লিভারপুল।
সমান ৩৫ ম্যাচ খেলে যথাক্রমে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৬ ও লিভারপুলের ৮৩। দুই দলেরই বাকি তিনটি করে ম্যাচ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর