নেইমারদের কোচ হলেন থমাস টাচেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১৫ মে ২০১৮
নেইমারদের কোচ হলেন থমাস টাচেল

দুই বছরের চুক্তিতে প্যারিস সেইন্ট-জার্মেইর নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন থমাস টাচেল। ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন ক্লাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর ফলে নেইমারদের কোচ হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন ৪৪ বছর বয়সী এ জার্মানী।

চলতি সপ্তাহে ফ্রেঞ্চ মৌসুমের শেষ ম্যাচ পরে পিএসজি ছেড়ে চলে যাচ্ছেন এমেরি। এ সম্পর্কে পিএসজির এক বিবৃতিতে টাচেল বলেছেন, ‘পিএসজির মত একটি বড় ক্লাবে যোগ দিতে পারাটা সত্যিই সৌভাগ্যের ও আনন্দের। আমি দারুণ খুশি। এখানে কাজ করার অপেক্ষা আর শেষ হচ্ছে না। বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে কাজ করতে আমি মুখিয়ে আছি। পিএসজির ক্লাব ফুটবলে অপার সম্ভাবনা আছে।’

ফ্রেঞ্চ রাজধানীর শীর্ষ ক্লাবটির পরবর্তী কোচ হিসেবে টাচেলের অন্তর্ভুক্তি অনেকটাই ওপেন সিক্রেট ছিল। মার্চের শুরুতে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’তে রিয়াল মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে পরাজিত হয়ে বিদায় নেবার পর থেকেই এমেরির চলে যাওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। বছরখানেক আগে এই একই পর্যায় থেকে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হয়ে বাদ পড়েছিল পিএসজি। আর এ কারণেই এমেরির দুই বছরের চুক্তি আর নবায়নের কোন সুযোগই ছিল না।

এদিকে এক বছর আগে বরুসিয়া ডর্টমুন্ড ছাড়ার পরে টাচেল ক্লাববিহীন ছিলেন। গত মৌসুমে বরুসিয়াকে জার্মান কাপ শিরোপা উপহার দেবার পরেও টাচেল ক্লাব ছেড়ে চলে এসেছিলেন। পিএসজি সভাপতি নাসির আল-খেলাইফি বলেছেন, গত কয়েক মৌসুমে থমাস ইউরোপীয়ান কোচদের মধ্যে অন্যতম সেরা হিসেবে নিজেকে প্রমাণ করেছে। বিশেষ করে আক্রমণাত্মক ফুটবল ও শক্তিশালী ব্যক্তিত্ব দিয়ে সে সকলের নজড়ে এসেছেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারকে রেখেই বিশ্বকাপে ২৩ জনের ব্রাজিল দল

নেইমারকে রেখেই বিশ্বকাপে ২৩ জনের ব্রাজিল দল

থিয়েমকে বিধ্বস্ত করে শিরোপা জিতলেন জেভরেভ

থিয়েমকে বিধ্বস্ত করে শিরোপা জিতলেন জেভরেভ

জয় দিয়ে ওয়েঙ্গারকে বিদায় জানালো আর্সেনাল

জয় দিয়ে ওয়েঙ্গারকে বিদায় জানালো আর্সেনাল

বর্ষসেরা খেলোয়াড় হলেন সালাহ

বর্ষসেরা খেলোয়াড় হলেন সালাহ