গার্দিওয়ালার কপালে চিন্তার ভাজ, ইনজুরিতে তিন ডিফেন্ডার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৯ মে ২০২২
গার্দিওয়ালার কপালে চিন্তার ভাজ, ইনজুরিতে তিন ডিফেন্ডার

এখনও হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার নিষ্পত্তি। ইঁদুর-বিড়াল লড়াই করছে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল। এমন সময়েই ম্যানচেস্টার সিটিতে আঘাত হেনেছে ইনজুরি। চোটে পড়ে মৌসুমে বাকি থাকা তিন ম্যাচে খেলতে পারবেন না সিটিজেনদের তিন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার রুবেন দিয়াস, জন স্টোনস এবং কাইল ওয়াকার।

রোববার (৮ মে) নিউক্যাসল ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে গার্দিওয়ালার শিষ্যরা। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে অবিশ্বাস্যভাবে হেরে এই ম্যাচ ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ ছিল সিটিজেনদের জন্য। শেষ পর্যন্ত নিউক্যাসলকে ঘরের মাঠে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি।

এই ম্যাচের প্রথমার্ধ শেষে রুবেন দিয়াসকে মাঠ থেকে তুলে নেন কোচ গার্দিওয়ালা। তার পরিবর্তে মাঠে নামেন ব্রাজিলিয়ান ফার্নান্দিনহো। মূলত ইনজুরির কারণে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ।

আগে থেকেই ইনজুরির কারণে মাঠে বাইরে ছিলেন জন স্টোনস এবং কাইল ওয়াকার। ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বে খেলতে পারেননি স্টোনস।

এদিকে ওয়াকার সর্বশেষ কয়েক সপ্তাহ ধরেই ইনজুরিতে আছেন। মাঝে রিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে ফিরেছিলেন। তবে আবারও মাঠের বাইরে যেতে হয়েছে তাকে।

নিউক্যাসলের বিপক্ষে ম্যাচ শেষে গার্দিওয়ালা নিশ্চিত করেন, মৌসুমের বাকি অংশে খেলবেন না এই তিন ফুটবলার। আর এই তিন ফুটবলার না থাকা নিশ্চিতভাবেই সিটির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

গার্দিওয়ালা বলেন, “মৌসুমের শেষ ম্যাচগুলোর (তিন ম্যাচ) আমাদের হাতে মাত্র তিনজন ডিফেন্ডার আছে। রুবেন (দিয়াস), কাইল (ওয়াকার) এবং জন (স্টোনস) এই মৌসুমে আর মাঠে নামতে পারবে না।”

ইনজুরিতে থাকা তিন ডিফেন্ডারের বদলি হিসেবে জোয়াও ক্যানসেলো, অলকেস জিনচেনকো এবং আয়মার লাপোর্তের উপর ভরসা রাখতে চান গার্দিওয়ালা। এছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার ফার্নান্দিনহোকে ডিফেন্ডার হিসেবেও খেলবেন বলে জানিয়েছেন।

ইনজুরিতে পড়া এই তিন ডিফেন্ডার কবে নাগাদ সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন, সেই বিষয়টি এখনও নিশ্চিত করেননি কোচ গার্দিওয়ালা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউক্যাসলকে উড়িয়ে লিভারপুলের দুশ্চিন্তা বাড়ালো সিটি

নিউক্যাসলকে উড়িয়ে লিভারপুলের দুশ্চিন্তা বাড়ালো সিটি

‘সম্ভবত আমি চ্যাম্পিয়নস লিগ জেতানোর মতো ভালো কোচ নই’

‘সম্ভবত আমি চ্যাম্পিয়নস লিগ জেতানোর মতো ভালো কোচ নই’

ইউনাইটেড থেকে পগবাকে ভেড়াতে চায় ম্যানসিটি

ইউনাইটেড থেকে পগবাকে ভেড়াতে চায় ম্যানসিটি

রেকর্ডবুকে বিপরীতমুখী অবস্থানে আনচেলত্তি-গার্দিওয়ালা

রেকর্ডবুকে বিপরীতমুখী অবস্থানে আনচেলত্তি-গার্দিওয়ালা