অনেকদিন ধরেই আর্থিক সমস্যায় জর্জরিত বার্সেলোনা। যার কারণে তাদের কয়েকজন খেলোয়াড় ইউরোপের কয়েকটি ক্লাবে ধারে খেলে বেড়াচ্ছেন। এদের মধ্যে অন্যতম ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহো। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলায় ধারে আছেন তিনি।
অ্যাস্টন ভিলায় দুর্দান্ত সময় কাটাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। যার কারণে তাকে একেবারেই রেখে দিতে চায় ইংলিশ ক্লাবটি। বার্সেলোনা বিক্রি করতে চাইলে কৌতিনহোকে কিনে রেখে দিতে চায় অ্যাস্টন ভিলা। এমনটাই জানিয়েছেন তাদের প্রধান কোচ স্টিভেন জেরার্ড।
বার্সেলোনার সঙ্গে ২০২৩ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন কৌতিনহো। এরপর দলবদলের বাজারে নতুন খেলোয়াড় দলে টানতে হলে বর্তমান চুক্তিবদ্ধ অনেক খেলোয়াড় ছাড়তে হবে স্পেনের ক্লাবটিকে। বার্সেলোনা বিক্রি করতে আগ্রহী এমন খেলোয়াড়দের মধ্যে কৌতিনহোও আছেন।
বার্সেলোয়ান যদি কৌতিনহোকে ছেড়ে দেয় তবে লুফে নেওয়ার জন্য প্রস্তুত অ্যাস্টন ভিলা। ব্রাজিলিয়ান তারকার ব্যাপারে জেরার্ড গণমাধ্যমকে বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই কৌতিনহোকে এখানে রাখতে চাই। সে সিদ্ধান্ত নিজের বুঝতে পেরেছে। এখানে কোন অহংকারবোধ নেই।’
জেরার্ড আরও বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে আমাদের পাঁচটি খেলা আছে। তাই ফিল ও এমি (এমিলিয়ানো বুয়েন্দিয়া) উভয়েই নিজেদের সিদ্ধান্ত জানানোর জন্য যথেষ্ট সময় পাবে। একটি ক্লাব হিসাবে আমরা এমন একটি জায়গায় থাকতে চাই যেখানে খেলাগুলো দ্রুত আসে।’
জানুয়ারিতে দলবদলের বাজারে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর ফর্মে ফিরেছেন কৌতিনহো। অ্যাস্টন ভিলার হয়ে এ পর্যন্ত ১৫টি ম্যাচ খেলেছেন তিনি। তাতে গোল করেছেন চারটি। সহযোগিতা করেছেন তিনটি গোলে। বার্সেলোনায় নিজের ছায়া হয়েই ছিলেন এই স্ট্রাইকার।
ওইদিকে বার্সেলোনা আশা করছে কৌতিনহোকে তারা ৪০ মিলিয়ন ইউরোতে বিক্রি করতে পারবে। তারা কৌতিনহোর ভবিষ্যৎ নিয়ে অ্যাস্টন ভিলার সাথে আলোচনা করছে। ২০১৮ সালে ১২০ মিলিয়ন ইউরোতে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেন ২৯ বছর বয়সী এই তারকা খেলোয়াড়।
স্পোর্টসমেইল২৪/এএইচবি