উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২১-২২ মৌসুমের ফাইনালে মুখোমুখি হবে ইউরোপের ঐতিহ্যবাহী দুই ক্লাব রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী দুই ক্লাবের ম্যাচ দেখার জন্য হুড়োহুড়ি বেজে যাবে এটাই স্বাভাবিক ঘটনা। দুই দলের জন্য মাত্র ২০ হাজার করে টিকিট বরাদ্ধ দেওয়ায় বেশ ক্ষুব্ধ হয়েছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ।
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসের স্তাদে দে ফ্রান্সে। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৭৫ হাজার। এই দর্শকসারিতে লিভারপুল আর রিয়ালের সমর্থক থাকবে মাত্র ৪০ হাজার। অর্থাৎ দুই দলের সমর্থকের জন্য বরাদ্দ থাকবে মাত্র ২০ হাজার করে টিকিট।
বরাদ্ধ না হওয়া ৩৫ হাজার টিকিট নিয়ে প্রশ্ন তুলেছেন ক্লপ। তিনি বলেম, “এটা সত্যি আমরা (লিভারপুল) ২০ হাজার টিকিট পেয়েছি। ওরাও (রিয়াল মাদ্রিদ) ২০ হাজার টিকিট হয়েছে। এখনও ৩৫ হাজার টিকিট বাকি আছে। এইগুলো কোথায়?”
এই ৩৫ হাজার টিকিটের মধ্যে ১২ হাজার টিকিট বিক্রি করা হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ইউরোপিয়ান ফুটবলের সমর্থকদের মধ্যে। অবশ্য এই টিকিটগুলো বিক্রি করা হয়েছে ২৮ এপ্রিলের মধ্যে। কারণ ২৮ এপ্রিলই যে ছিল, টিকিট ক্রয়ের শেষ দিন।
এরপরে বাকি ২৩ হাজার টিকিট আনুষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গায় বিতরণ করবে উয়েফা। এর অংশ হিসেবে এই টিকিটগুলো পাবে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সংস্থা, ব্যবসায়িক অংশীদার, সম্প্রচার প্রতিষ্ঠানরা।
চলতি বছরের ২৮ মে, প্যারিসের স্তেদে দি ফ্রান্সে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর