নেইমারকে রেখেই বিশ্বকাপে ২৩ জনের ব্রাজিল দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৬ এএম, ১৫ মে ২০১৮
নেইমারকে রেখেই বিশ্বকাপে ২৩ জনের ব্রাজিল দল

ফাইল ফটো

দলের সুপারস্টার ও ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমারকে রেখেই রাশিয়া বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। সোমবার দিনগত রাতে ২৩ সদস্যের এ বিশ্বকাপ দল ঘোষণা করে দেশটি।

এদিকে ইনজুরিতে থেকেও দলে থাকলেও হাঁটুর ইনজুরিতে পড়া রাশিয়া বিশ্বকাপ মিস করছেন দানি আলভেজ। তার পরিবর্তে দলে ঢুকেছেন ফ্যাগনার।

বিশ্বকাপের আগে ওয়ার্মআপ ম্যাচে ক্রোয়োশিয়া ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে। ২২ জুন নেইমারদের ম্যাচ কোস্টারিকার বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ সার্বিয়ার বিপক্ষে ২৭ ‍জুন। বিশ্বকাপ খেলতে ১১ জুন রাশিয়া পৌঁছাবে ব্রাজিল।

বিশ্বকাপে জন্য ঘোষিত ব্রাজিল দল
গোলরক্ষক- অ্যালিসন, এডারসন, ক্যাসিও; ডিফেন্ডার- দানিলো, ফ্যাগনার, মার্সেলো, ফিলিপ লুইস, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, মিরান্দা, পেড্রো গেরোমেল; মিডফিল্ডার- কাসেমিরো, ফের্নানদিনহো, পাউলিনহো, ফ্রেড, রেনাতো অগাস্তো, ফিলিপ কৌতিনহো, উইলিয়ান, ডগলাস কস্তা; ফরোয়ার্ড- নেইমার, টাইসন, গ্যাব্রিয়েল জেসাস, রবের্তো ফিরমিনো।



শেয়ার করুন :


আরও পড়ুন

রাশিয়া বিশ্বকাপ পরিচালনায় ৪৬ দেশের রেফারি

রাশিয়া বিশ্বকাপ পরিচালনায় ৪৬ দেশের রেফারি

জয় দিয়ে ওয়েঙ্গারকে বিদায় জানালো আর্সেনাল

জয় দিয়ে ওয়েঙ্গারকে বিদায় জানালো আর্সেনাল

রাশিয়া বিশ্বকাপে কতটুকু প্রস্তুত পাঁচ ফেভারিট দল

রাশিয়া বিশ্বকাপে কতটুকু প্রস্তুত পাঁচ ফেভারিট দল

পারলো না লিগ চ্যাম্পিয়ন বার্সা

পারলো না লিগ চ্যাম্পিয়ন বার্সা