বেতন কমিয়ে বার্সেলোনায় ফিরতে চান সুয়ারেজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২০ এএম, ০৭ মে ২০২২
বেতন কমিয়ে বার্সেলোনায় ফিরতে চান সুয়ারেজ

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় স্বর্নালী একটি সময় কাটিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদে আছেন উরুগুইয়ান ফুটবলার তারকা লুইস সুয়ারেজ। চলতি ২০২১-২২ মৌসুমের পরেই শেষ হবে ক্লাবটির সাথে তার চুক্তির মেয়াদ। আর এরপরেই কাতালান ক্লাব বার্সেলোনায় ফিরতে চান সুয়ারেজ। আর এই কারণে নিজের বেতন কমাতেও রাজি বলে জানিয়েছে বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যম।

২০২০-২১ মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে পাড়ি জমান লুইস সুয়ারেজ। সেই সময়কার কাতালান কোচ রোন্যাল্ড কোম্যান জানিয়েছিলেন, তার ভবিষ্যত পরিকল্পনায় নেই সুয়ারেজ।

তবে অ্যাথলেটিকো মাদ্রিদে গিয়ে নিজেকে ঠিকই প্রমাণ করেছেন সুয়ারেজ। দুই মৌসুমেই অ্যাথলেটিকোর ফরোয়ার্ড লাইনের অন্যতম ভরসা হয়েছেন তিনি। চলতি ২০২১-২২ মৌসুমে তার পা থেকে ৩২ ম্যাচে এসেছে ২১ গোল।

এই মৌসুম পরেই শেষ হবে অ্যাথলেটিকোর সাথে সুয়ারেজের চুক্তির মেয়াদ। অ্যাথলেটিকোর সাথে নতুন করে চুক্তির মেয়াদ বাড়াবেন এমন সম্ভাবনাও নেই বলে জানাচ্ছে বিভিন্ন ইউরোপিয়ান গণমাধ্যম। এমন সময়ই ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনায় ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। আর এর জন্য নিজের বেতনও কমাতে রাজি এই উরুগুইয়ান।

এই বিষয়ে স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সুয়ারেজে ইচ্ছার বিষয়ে জানে বার্সেলোনা কর্তৃপক্ষ। তবে এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নয় ক্লাবটি। নিজেদের পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নিবে কাতালানরা।

কাতালানদের হয়ে ২৮৩ ম্যাচে ১৯৫ গোল করেছেন লুইস সুয়ারেজ। এই সময়ে ১১৩ বার গোলে সহায়তা করেছেনে এই ফরওয়ার্ড। মেসি-নেইমারকে সাথে গড়ে তুলেছিলেন অপ্রতিরোধ্য এক আক্রমণভাগ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

চার ম্যাচ আগে রিয়াল শিরোপা জেতায় হতাশ বার্সা তারকা ডি ইয়ং

চার ম্যাচ আগে রিয়াল শিরোপা জেতায় হতাশ বার্সা তারকা ডি ইয়ং

লুকাকুকে দলে ভেড়াতে আগ্রহী বার্সেলোনা

লুকাকুকে দলে ভেড়াতে আগ্রহী বার্সেলোনা

নতুন মৌসুমে বার্সেলোনার হোম ভেন্যু স্পেন অলিম্পিক স্টেডিয়াম

নতুন মৌসুমে বার্সেলোনার হোম ভেন্যু স্পেন অলিম্পিক স্টেডিয়াম

২০২৬ পর্যন্ত বার্সায় থাকবেন ডিফেন্ডার আরাউহো

২০২৬ পর্যন্ত বার্সায় থাকবেন ডিফেন্ডার আরাউহো