২০২৫ পর্যন্ত কোচ মিকেল আর্তেতার উপরই ভরসা রাখছে আর্সেনাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৬ মে ২০২২
২০২৫ পর্যন্ত কোচ মিকেল আর্তেতার উপরই ভরসা রাখছে আর্সেনাল

আর্সেন ওয়েঙ্গারের বিদায়ের পর ইংলিশ ক্লাব আর্সেনালের কোচ হয়ে এসেছিলেন উনাই এমেরি। তবে খুব বেশিদিন থাকতে পারেননি তিনি। তার স্থলাভিষিক্ত হন তরুণ কোচ মিকেল আর্তেতা। এবার এই আর্তেতার সাথে চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে নিলো গানাররা।

২০১৮ সালে আর্সেনালের কোচর পদ থেকে সরে দাঁড়ান আর্সেন ওয়েঙ্গার। এরপরেই দায়িত্ব পান উনাই এমেরি। তবে দলের খারাপ অবস্থার কারণে বছর দেড়েকের মধ্যেই চাকরি ছেড়ে দিতে বাধ্য হন এই স্প্যানিয়ার্ড।

তার বদলি হিসেবে দায়িত্ব নেন তরুণ কোচ মিকেল আর্তেতা। তার অধীনেই দীর্ঘ পাঁচ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগে ফেরার সম্ভাবনা তৈরি করেছে আর্সেনাল। চলতি ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগে চার নম্বরে অবস্থান করছে আর্সেনাল। লিগে বাকি থাকা চার ম্যাচ পা না হড়কালে সেরা চারে থেকেই লিগ শেষ করবে গানাররা।

দায়িত্ব নিয়েই দলকে গুছিয়ে তুলেছেন মিকেল আর্তেতা। আর সেই ফলও পেতে শুরু করেছে গানাররা। সেরা চারে থেকে লিগ শেষ করার সম্ভাবনা তৈরি করেছে। তাই তো তার উপরই আস্থা রাখতে যাচ্ছে ক্লাবটি।

নতুন চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত আর্সেনালের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিকেল আর্তেতা। দায়িত্ব নিয়ে আর্তেতা বলেন, “আমি দলটির দায়িত্ব নিয়ে খুব গর্বিত। নতুন করে চুক্তির মেয়াদ বাড়ানোই আমি আমি সত্যি খুবই খুশি। আমরা ক্লাবকে সামনে এগিয়ে নিতে চাই। আশা করি আমরা সেটা করতে পারবো।”

মিকেল আর্তেতা ছাড়াও আর্সেনাল নারী দলের হেড কোচ জোনাস এডিভলের সাথেও চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তার সাথে এক বছরের নতুন করেছে আর্সেনাল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ হেরে নিজেদের মাঠকেই দুষছেন চেলসি কোচ টুখেল

ম্যাচ হেরে নিজেদের মাঠকেই দুষছেন চেলসি কোচ টুখেল

ইনজুরিতে মৌসুমের বাকি অংশে নেই আর্সেনাল তারকা টিয়েরনি

ইনজুরিতে মৌসুমের বাকি অংশে নেই আর্সেনাল তারকা টিয়েরনি

হ্যাজার্ডে চোখ রাখছে আর্সেনাল

হ্যাজার্ডে চোখ রাখছে আর্সেনাল

বিনামূল্যে আর্সেনাল থেকে বার্সেলোনায় আবেমেয়াং

বিনামূল্যে আর্সেনাল থেকে বার্সেলোনায় আবেমেয়াং