চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করবেন রদ্রিগো!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০৬ মে ২০২২
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করবেন রদ্রিগো!

চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালে সবচেয়ে বড় চমক ছিল শেষ মুহূর্তে দুই গোল রিয়ালের হার ঠেকানো। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে করিম বেনজেমার গোলে ফাইনাল নিশ্চিত করে লস ব্ল্যাঙ্কোসরা। এই ম্যাচে রিয়ালের হয়ে হ্যাটট্রিক করতে চেয়েছিলেন রদ্রিগো। সেটা পারেননি, তবে বাকি থাকা গোলটি লিভারপুলের বিপক্ষে করতে চান তিনি।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে রদ্রিগোর করা দুই গোলেই প্রাথমিক ধাক্কা সামাল দিয়েছিল রিয়াল মাদ্রিদ। পরে দলকে ফাইনালে তোলে করিম বেনজেমার গোল। তবে সেই গোলটি করার সুযোগ ছিল রদ্রিগোর সামনে। শেষমেষ পেনাল্টিটা বেনজেমাই নিয়েছিলেন।

সিটিজেনদের বিপক্ষে ম্যাচ শেষে রদ্রিগো জানিয়েছেন, তিনি তার বাবাকে বলেছিলেন সিটিজেনদের বিপক্ষে হ্যাটট্রিক করবেন। তবে সেই হ্যাটট্রিকের সুযোগ পেয়েও করেননি এই তারকা। সিটিজেনদের বিপক্ষে হ্যাটট্রিক না হলেও লিভারপুলের বিপক্ষে একটি গোল করতে চান তিনি।

রদ্রিগো বলেন, “আমি বাবার সাথে বাজি ধরেছিলাম, আমি সিটির বিপক্ষে হ্যাটট্রিক করবো। আমি দুইটি গোল করেছি। একটা গোল এখনও কম রয়েছে। এটা লিভারপুলের বিপক্ষে ফাইনালে করবো।”

ম্যানসিটির বিপক্ষে যতক্ষণ মাঠে ছিলেন, পুরোটা সময় ভীতি ছড়িয়েছেন সিটিজেনদের রক্ষণদূর্গে। শেষমেষ রিয়াল কোচ কার্লো আনচেলত্তির আস্থার প্রতিদান দিয়ে গোল করে বাচিয়ে দেন দলকে। এরপরেও বিশ্বজুড়ে তাকে নিয়ে চলছে তীব্র আলোচনা।

২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন রদ্রিগো। তাকে দলে ভেড়াতে ৪০ মিলিয়ন ইউরো খরচ করেছে দলটি। এখন পর্যন্ত রিয়ালের হয়ে ৭০ ম্যাচে ছয় গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

রদ্রিগোকে প্রশংসায় ভাসাচ্ছেন পেলে

রদ্রিগোকে প্রশংসায় ভাসাচ্ছেন পেলে

৩০ বছরে ‘সত্যিকার অ্যাথলেটে’ পরিণত হয়েছেন বেনজামা

৩০ বছরে ‘সত্যিকার অ্যাথলেটে’ পরিণত হয়েছেন বেনজামা

রিয়ালের জয়কে অসম্ভব মনে করছেন মেসি

রিয়ালের জয়কে অসম্ভব মনে করছেন মেসি

ফাইনালে রিয়ালকে হুশিয়ারি দিয়ে রাখলেন সালাহ

ফাইনালে রিয়ালকে হুশিয়ারি দিয়ে রাখলেন সালাহ