রদ্রিগোকে প্রশংসায় ভাসাচ্ছেন পেলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৬ মে ২০২২
রদ্রিগোকে প্রশংসায় ভাসাচ্ছেন পেলে

চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে রদ্রিগোর পরপর দুই গোলে ফাইনালে উঠার রাস্তা খুঁজে পায় রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিকে বিদায় করে ফাইনালে উঠেছে লস ব্ল্যাঙ্কোসরা। আর তাদের এই জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগো। রিয়ালের হয়ে দারুণ এই পারফর্মেন্সের কারণে তার প্রশংসা করছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।

ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদ্রিচ কিংবা করিম বেনজেমাদের একের পর এক আক্রমণেও যখন ভাঙছিল না সিটিজেনদের রক্ষণ দেয়াল। ঠিক সেই সময়ই মাঠে নামেন রদ্রিগো। নির্ধারিত ৯০ মিনিটের খেলার শেষ হওয়ার মুহূর্তে দুই গোল করে, ম্যাচ নিয়ে যান অতিরিক্ত সময়ে।

আর অতিরিক্ত সময়ে সুযোগ পেয়েই গোল করে সিটিজেনদের বিদায় করে ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। আর পুরো ম্যাচের মোড় ঘোরানোর জন্য পুরো ফুটবল বিশ্বই রদ্রিগোর প্রশংসায় মেতে উঠেছে। এবার সেই স্ততিতে যোগ দিয়েছেন স্বয়ং পেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পেলে বলেন, “আমি সব সময় জানতাম, তোমাকে অভিনন্দন দেওয়ার মতো এমন একদিন আসবেই, বন্ধু! কারণ, যারা নিজেদের কাজটা করতে পছন্দ করে ও কঠোর পরিশ্রম করে—তাদের ভাগ্যে এটা ছাড়া অন্য কিছু লেখা থাকে না। তুমি আজ গর্বিত। তুমি আরও এমন আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। রিয়াল মাদ্রিদকে অভিনন্দন, ফাইনাল দেখার জন্য তর সইছে না আমার!”

পেলের দেওয়া এই প্রশংসা বার্তায় নিজের উত্তরও দিয়েছেন রদ্রিগো। তিনি বলেন, “আপনার কথাগুলোর জন্য ধন্যবাদ, রাজা! আমি কখনোই আপনার উপদেশগুলো ভুলব না, আজীবন কৃতজ্ঞ রইব আপনার প্রতি।”

২০১৯ সালে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে রিয়াল মাদ্রিদের যোগ দেন রদ্রিগো। যদিও সে সময় তাকে এত অর্থ খরচ করে দলে নেওয়ায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। তবে এখন প্রমাণ করে দিচ্ছেন, যথার্থ মূল্য দিয়েই তাকে দলে নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।

রিয়াল মাদ্রিদের জার্সিতে এখন পর্যন্ত ৭০ ম্যাচ খেলেছেন রদ্রিগো। এই সময়ের দলটির হয়ে করেছেন মোট ৬ গোল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের আগে ব্রাজিলের বিপক্ষে খেলবে দক্ষিণ কোরিয়া

বিশ্বকাপের আগে ব্রাজিলের বিপক্ষে খেলবে দক্ষিণ কোরিয়া

সিটিতে নিজের ভবিষ্যত নিয়ে এখনই কথা বলতে না জেসুস

সিটিতে নিজের ভবিষ্যত নিয়ে এখনই কথা বলতে না জেসুস

প্রথমবারের মতো নারী পরিচালক নিয়োগ দিলো ব্রাজিল

প্রথমবারের মতো নারী পরিচালক নিয়োগ দিলো ব্রাজিল

ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আর খেলতে চায় না আর্জেন্টিনা

ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আর খেলতে চায় না আর্জেন্টিনা