শুরুটা হয়েছিল দোভাষী হিসেবে। পরে নিজ ফুটবলীয় দক্ষতায় হয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবল কোচ। এবার কোচ হিসেবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবগুলো মহাদেশিয় টুর্নামেন্টের ফাইনালে উঠার কীর্তি গড়েছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। রোমাকে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে তুলে এই কীর্তি গড়েন তিনি।
পোর্তোকে ইউরোপা লিগ আর চ্যাম্পিয়নস লিগ জিতে প্রথম নজরে আসেন হোসে মরিনহো। এরপর চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যামের মতো বড় ক্লাবের দায়িত্ব সামলেছেন তিনি। এখন সামলাচ্ছেন ইতালিয়ান ক্লাব রোমার দায়িত্ব।
রোমার দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই দলকে নিয়ে গেছেন উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে। বৃহস্পতিবার (৫ মে) ইংলিশ ক্লাব লেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে উঠে ইতালিয়ান ক্লাবটি। আর এতেই নতুন এক রেকর্ড গড়েন মরিনহো। প্রথম কোচ হিসেবে উয়েফার ক্লাব পর্যায়ের তিন টুর্নামেন্টের ফাইনালে কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ানোর সুযোগ পেলেন।
উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে রোমার প্রতিপক্ষ ডাচ ক্লাব ফেয়েনউড। ফাইনালে ফেয়েনউডকে হারাতে প্রথম কোচ হিসেবে উয়েফার ক্লাব পর্যায়ের তিন টুর্নামেন্টের শিরোপাজয়ী প্রথম কোচ হবেন তিনি।
এর আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগের শিরোপা দুইবার করে জিতেছেন এই কোচ। পর্তুগিজ ক্লাব পোর্তোকে একবার করে চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগ জিতিয়েছেন তিনি। এছাড়াও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। আর তার অধীনে ইউরোপা লিগ জিতেছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগ জেতা হলেও উয়েফা সুপার কাপের শিরোপা জয়ের স্বাদ পাননি তিনি। চারবার সুপার কাপ খেলার সুযোগ মিললেও প্রত্যেকবারই হতাশ হয়ে ফিরেছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর