দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগের ফাইনালে ফ্রাঙ্কফুর্ট-রেঞ্জার্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৬ মে ২০২২
দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগের ফাইনালে ফ্রাঙ্কফুর্ট-রেঞ্জার্স

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে বিদায় করে আলোড়ন তুলেছিল জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। এবার সেমি-ফাইনাল বাঁধা পেরিয়ে ফাইনালে নাম লিখিয়েছে জার্মান ক্লাবটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্কটিশ ক্লাব রেঞ্জার্স। দুই দলই দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগের ফাইনাল খেলবে।

বৃহস্পতিবার (৫ মে) নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট এবং রেঞ্জার্স। ফাইনালে উঠার পথে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের প্রতিপক্ষ ছিল ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে জার্মান ক্লাবটি।

এদিকে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের প্রতিপক্ষ ছিল আরেক জার্মান ক্লাব আরবি লাইপজিগ। প্রথম লেগে লাইপজিগের কাছে ১-০ ব্যবধানে হারলেও দ্বিতীয় লেগে জার্মান দলটিকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্কটিশ ক্লাবটি।

চলতি বছরের ১৮ মে স্প্যানিশ ক্লাব সেভিয়ার ঘরের মাঠ র‍্যামন সানচেজ স্টেডিয়ামে হবে অনুষ্ঠিত হবে ইউরোপা লিগের ফাইনাল। সেখানেই মুখোমুখি হবে দু’দল। ফ্রাঙ্কফুর্ট এর আগে ইউরোপা লিগের শিরোপা জিতলেও এখনও এই টুর্নামেন্ট জিততে পারেনি রেঞ্জার্স।

প্রায় ৪২ বছর পর ইউরোপা লিগের ফাইনাল খেলতে নামবে ফ্রাঙ্কফুর্ট। সর্বশেষ ১৯৮০ সালে ইউরোপা লিগের (তৎকালীন উয়েফা কাপ) ফাইনাল খেলেছিল দলটি। সেবার স্বদেশি ক্লাব বুরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।

এদিকে ২০০৮ সালে ইউরোপা লিগের ফাইনাল খেলেছিল রেঞ্জার্স। তবে শিরোপা ঘরের তুলতে পারেনি স্কটিশ জায়ান্টরা। রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গের কাছে হেরে শিরোপা বঞ্চিত ছিল তারা।

রেঞ্জার্স ইউরোপা লিগ (বা উয়েফা কাপ) এখনও নিজেদের ঘরের তুলতে না পারলেও ১৯৭২ সালে প্রথমবারের মতো নিজেদের ঘরে তুলেছিল উয়েফা উইনার্স কাপ (বর্তমান উয়েফা চ্যাম্পিয়নস লিগ)। দীর্ঘ ৫০ বছর পর আবারও কোনো ইউরোপিয়ান টুর্নামেন্টে ট্রফি জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে রেঞ্জার্স।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

রোমাঞ্চকর ম্যাচে রদ্রিগো বীরত্বে ফাইনালে রিয়াল মাদ্রিদ 

রোমাঞ্চকর ম্যাচে রদ্রিগো বীরত্বে ফাইনালে রিয়াল মাদ্রিদ 

চ্যাম্পিয়নস লিগের কাঠামোতে পরিবর্তন আনছে উয়েফা

চ্যাম্পিয়নস লিগের কাঠামোতে পরিবর্তন আনছে উয়েফা

২০২৮ ও ২০৩২ ইউরো নিলামে রাশিয়া নিষিদ্ধ

২০২৮ ও ২০৩২ ইউরো নিলামে রাশিয়া নিষিদ্ধ

সুপার লিগ কাণ্ডে রিয়াল-বার্সা-জুভেন্টাসকে শাস্তি দিতে পারবে উয়েফা

সুপার লিগ কাণ্ডে রিয়াল-বার্সা-জুভেন্টাসকে শাস্তি দিতে পারবে উয়েফা