চলতি ২০২১-২২ মৌসুম শেষে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে দিবেন বিষয়টা আগেই জানিয়েছিল বিভিন্ন গণমাধ্যম। এবার আর্জেন্টাইন পাওলো দিবালার ভবিষ্যত গন্তব্যও জানিয়েছে ইতালিয়ান গণমাধ্যমগুলো। তারা জানাচ্ছে দিবালার ভবিষ্যত গন্তব্য হতে যাচ্ছে ইতালির আরেক জায়ান্ট ইন্টার মিলান।
২০২১-২২ মৌসুম শুরুর আগেই তুরিনের ওল্ড লেডিদের ডেরা ছাড়তে চেয়েছিলেন দিবালা। তবে ক্লাবের সাথে বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত আর ক্লাব ছাড়তে পারেননি তিনি। চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবেই ক্লাব ছাড়বেন এই ফুটবলার।
২০২১ সাল জুভেন্টাসের সাথে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনায় বসেছিল ক্লাব এবং দিবালা। তবে বনিবনা না হওয়ায় ক্লাবও ছাড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও আসেনি কোনো সমাধান। তাই তো শেষ পর্যন্ত ফ্রি এজেন্ট হিসেবেই দিবালাকে ছেড়ে দিচ্ছে তুরিনের ওল্ড লেডিরা।
জুভেন্টাসের কাছে মৌসুম ১২ মিলিয়ন ইউরো বেতন দাবি করেছিলেন দিবালা। তবে ইনজুরি প্রবণ ফুটবলার হওয়ায় তাকে ৭ মিলিয়ন ইউরো দিতে চেয়েছিলন জুভেন্টাস। শেষ পর্যন্ত বনিবনা না হওয়া ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মিলানে যোগ দিবেন তিনি।
নতুন ক্লাব ইন্টার মিলানে অবশ্য মৌসুম প্রতি ৬ মিলিয়ন বেতন পাবেন দিবালা। প্রাথমিক অবস্থায় ক্লাবটির সাথে চার বছরের চুক্তি করবেন এই আর্জেন্টাইন তারকা।
২০১২ সালে আর্জেন্টাইন ক্লাব ইন্সটিউটো থেকে ইতালিয়ান ক্লাব পালেরমোতে যোগ দেন দিবালা। সেখানে ২০১৫ পর্যন্ত ৮৯ ম্যাচ খেলেছে। এরপরেই আসেন জুভেন্টাসে। তুরিনের ওল্ড লেডিদের হয়ে এখন পর্যন্ত ২৮৩ ম্যাচে করেছে ১১৩ গোল। আর অ্যাসিস্ট করেছে ৪৮ টি। আর জাতীয় দলের হয়ে ৩২ ম্যাচে তার পা থেকে এসেছে দুই গোল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর