ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগে ৪-৩ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগের ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকা লস ব্ল্যাঙ্কোসদের বিদায় ঘণ্টা বেজেই গিয়েছিল! তবে শেষ দুই মিনিটে দারুণ দুই গোল করে রিয়ালকে আসরে টিকিয়ে রাখেন রদ্রিগো। আর বেনজেমার গোলে ফাইনাল নিশ্চিত করে মাদ্রিদিস্তারা। শেষ মুহূর্তে রিয়াল এভাবে ঘুরে দাঁড়ানোটা বিশ্বাস করতে পারেননি আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি।
বুধবার (৪ মে) ঘরের মাঠ সান্তিয়াগো ব্যার্নাব্যুতে সিটিজেনদের আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। আর তা মেসিকে বেশ অবাক করেছে। আর বিষয়টি ক্ষুদে বার্তায় বন্ধু সার্জিও আগুয়েরোকে জানিয়েছেন তিনি।
এই ম্যাচের লাইভ স্ট্রিমিং করছিলেন আর্জেন্টিনার দুই সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজ এবং সার্জিও আগুয়েরো। এই সময়ই আগুয়েরো বলেন, তৃতীয় গোলের পর মেসি তাকে পাঠানো ক্ষুদে বার্তায় জানিয়েছে বিষয়টি অবিশ্বাস্য লাগছে।
তিনি বলেন, “রিয়ালের তৃতীয় গোলের পর লিও (লিওনেল মেসি) আমাকে ক্ষুদে বার্তা পাঠিয়েছে। ‘এটা অদ্ভুত! এটা হতে পারেনা’।”
চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে নিজেদের ঘরের একের পর এক ম্যাচে ঘুরে দাঁড়ানোর গল্প তৈরি করেছে রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে চেলসির কাছে ৩-০ গোলে পিছিয়ে পড়লেও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল। শেষ পর্যন্ত দুই লেগ মিলে এগিয়ে থেকে সেমি-ফাইনালে উঠে দলটি।
আর সেমি-ফাইনালে তো শেষ মুহূর্তের জোড়া গোলে ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর