১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বহুল আলোচিত ‘হ্যান্ড অব গোল’ করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। যে জার্সি পড়ে এই এই গোল করেছিলেন, নিলামে উঠেছিল সেটি। আর্জেন্টাইন কিংবদন্তির এই জার্সিটির মূল্য উঠেছে ৯২ লাখ ৮৪ হাজার ৫৩৬ ডলার। নিলামের মাধ্যমে বিক্রি হওয়া ক্রীড়া স্মারকের মধ্যে এটিই সবচেয়ে দামি।
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয় পায় আর্জেন্টিনা। ফকল্যান্ডের যুদ্ধের কারণে রাজনৈতিক উত্তেজনাও এসে পড়েছিল এই ম্যাচে।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার জোড়া গোলে জয় পায় আর্জেন্টিনা। আর দুইটি গোলই জায়গা পেয়েছে ইতিহাসের পাতায়। প্রথমটি হ্যান্ড অব গড এবং দ্বিতীয় গোল পরিচিতি পেয়েছে গোল অব দ্য সেঞ্চুরি নামে।
ম্যাচের পর ইংলিশ মিডফিল্ডার স্টিভ হজের সাথে জার্স বদল করেন ম্যারাডোনা। তাই তো এই জার্সির প্রকৃত মালিক ছিলেন এই ইংলিশ মিডফিল্ডার।
২০০২ সাল থেকে ইংল্যান্ডের জাতীয় জাদুঘরের সংরক্ষিত ছিল। এরপরে চলতি বছরের ৬ এপ্রিল জার্সিতে নিলামে তোলার ঘোষণা দেয় সাদারবিস। তবে এই ঘোষণার পর ম্যারাডোনা পরিবার থেকে জানানো হয় জার্সিটি পড়ে প্রথমার্ধে খেলেছিলেন ম্যারাডোনা। দ্বিতীয়ার্ধে পরেছিলেন অন্য জার্সি।
পরে নিলামকারী প্রতিষ্ঠান সাদারবিস জানায়, তারা পরীক্ষা-নিরীক্ষা করে তবেই জার্সিতে নিমালে তুলেছেন। আর নিলামে তোলার পর জার্সিটি পেল রেকর্ড দাম।
এর আগে ২০১৯ সালে বেসবল কিংবদন্তি বেব রুথের জার্সির দাম উঠেছিল ৫৬ লাখ ৪০ হাজার ডলার। আর একই বছর অলিম্পিকের ইশতেহার ৮৮ লাখ ডলারে বিক্রি করা হয়। এটাই ছিল নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ক্রীড়া স্মারক।
স্পোর্টসমেইল২৪/পিপিআর