চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালে ভিয়ারিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিতের পর লিভারপুল তারকা সালাহ জানিয়েছিলেন, প্রতিপক্ষকে হিসেবে চান রিয়াল মাদ্রিদকে। তার সেই আশা পূরণ হয়েছে, সিটিজেনদের উড়িয়ে দিয়ে ফাইনালে অলরেডদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। আর এরপরেই ফাইনালের মঞ্চে লস ব্ল্যাঙ্কোসদের হুশিয়ারি দিয়ে রাখলেন লিভারপুলের মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ।
২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল। সেবার একা পারফর্ম করে অলরেডদের ফাইনালে তুলেছিলেন সালাহ। তবে ফাইনালে ভাগ্য কথা বলেনি সালাহ’র পক্ষে।
ম্যাচের ৩০ মিনিটের মাথায় হাতে ব্যাথা পেয়ে মাঠ ছাড়তে হয় সালাহকে। শুধু কি তাই, সেবার ফাইনালও জিততে পারেনি লিভারপুল।
তবে এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না। বরং, হিসাব-নিকাশ চুকিয়ে নেওয়ার হুশিয়ারি দিয়েছেন সালাহ।
তিনি বলেন, “আমাদের কিছু হিসাব-নিকাশ বাকি আছে।” এটা যে রিয়াল মাদ্রিদকে উদ্দেশ্য করেই বলেছেন তা বুঝতে আর বাকি থাকার কথা নয়।
এর আগে ভিয়ারিয়ালের বিপক্ষে সেমি-ফাইনাল জয়ের পর সালাহ জানিয়েছিলেন ফাইনালে মাদ্রিদকেই চান। কারণ হিসেবে তিনি বলেন, “আমরা ফাইনাল হেরেছিলাম। তাদের বিপক্ষে খেলে আমরা জিততে চাই।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর