চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে রেকর্ড ১৭তম বারের মতো ইউরোপ সেরার আসরে ফাইনাল খেলবে দলটি। শুধু দলগত নয়, কোচ হিসেবে ব্যক্তিগত রেকর্ডও করেছেন রিয়াল কোচ আনচেলত্তি এবং সিটিজেন বস গার্দিওয়ালা।
বুধবার (৪ মে) ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে জিতে কোচ হিসেবে ৫ম বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠার রেকর্ড গড়লেন কার্লো আনচেলত্তি।
ইউরোপের একমাত্র কোচ হিসেবে ৫ম বারের মতো দলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেন আনচেলত্তি। এর আগে ২০০৩,২০০৫ এবং ২০০৭ সালে ইতালিয়ান ক্লাব এসি মিলানকে নিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি। আর ২০১৪ সালে রিয়ালের হয়ে জিতেছেন ইউরোপ সেরার মুকুট।
অপরদিকে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার পর এখনও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে পারেননি গার্দিওয়ালা। বায়ার্নের হয়ে একটিবারের জন্যও দলকে নিয়ে ফাইনালে যেতে পারেননি। সিটিজেনদের হয়ে একবার ফাইনালে উঠলেও শিরোপা হাতছাড়া করেই ফিরতে হয়েছিল।
ম্যানসিটিকে নিয়ে এইবার ফাইনালে উঠতে না পারায় রেকর্ড ছয়বার সেমি-ফাইনাল পড়ার কীর্তি গড়েছেন পেপ গার্দিওয়ালা। অবশ্য তিনি একা নন, তার পাশে আছে প্রতিদ্বন্দ্বী কোচ হোসে মরিনহো। ছয়বার সেমি-ফাইনাল থেকে বাদ পড়ার রেকর্ড আছে এই পর্তুগিজেরও।
ইংলিশ ফুটবলে ম্যানচেস্টার সিটি অপ্রতিরোধ্য হয়ে উঠলেও, ইউরোপিয়ান সেরা ট্রফি এখনও ঘরে তুলতে পারেনি সিটিজেনরা। পেপ গার্দিওয়ালার অধীনেও ব্যর্থ হতে ফিরতে হচ্ছে!
স্পোর্টসমেইল২৪/পিপিআর