শেষ মুহূর্তেও হারের চিন্তা করেননি আনচেলত্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৫ মে ২০২২
শেষ মুহূর্তেও হারের চিন্তা করেননি আনচেলত্তি

চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে যখন রিয়ালের বিদায় ঘণ্টা প্রায় বাজার পথে, ওই সময়ে রদ্রিগোর জোড়া গোল। আর এতেই ফাইনালে উঠে যায় লস ব্ল্যাঙ্কোসরা। তবে রিয়ালের সমর্থকরা যখন ধরেই নিয়েছিলেন, ক্লাব ফাইনালে উঠতে পারবে না, সেই সময়ও এক মুহূর্তের জন্য হারের চিন্তা করেনি কোচ আনচেলত্তি। এমনটাই জানিয়েছেন তিনি।

বুধবার (৪ মে) ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগ জিতেও ফাইনালে উঠার সুবাস পাচ্ছিলো সিটিজেনরা। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে লস ব্ল্যাঙ্কোসদের ফাইনালে উঠার আশা জ্বালিয়ে রাখেন রদ্রিগো। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে বেনজেমার গোলে ফাইনালে উঠে লস ব্ল্যাঙ্কোসরা।

ম্যাচ যখন নিশ্চিতভাবেই ম্যানসিটি নিশ্চিতভাবেই জিতে গেছে, সেই সময়ও এক মুহূর্তের জন্য হারের চিন্তা মাথায় আসেনি বলেও জানান আনচেলত্তি।

তিনি বলেন, “ম্যাচ শেষ হওয়ার খুব কাছে ছিল এবং আমরা নিজেদের শেষ প্রাণশক্তিটা খুঁজে পেয়েছি তখন। খুব শক্তিশালি একটি দলের বিপক্ষে দারুণ ম্যাচ খেলেছি আমরা।”

তিনি আরও জানান, একটি বারের জন্যও হারের চিন্তা করেননি তিনি। বরং, আশাবাদী ছিলেন অন্তিম মুহূর্তে হলেও ঘুরে দাঁড়াবে রিয়াল মাদ্রিদ।

বলেন, “নাহ, এসব ভাবার সময় নেই আমার… অবশ্যই আমাদের জন্য কাজটা কঠিন ছিল, বিশেষ করে সিটি যখন নিয়ন্ত্রণে ছিল। তবে শেষ সময়ের সুযোগগুলো কাজে লাগিয়ে আমরা অতিরিক্তি সময়ে নিতে পারি ম্যাচ।”

তিনি আরও যোগ করেন, “সমতা ফেরানোর পর মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে যাই আমরা। অতিরিক্ত সময়ে আমরাই ছিলাম শ্রেয়তর দল।”

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চলতি বছরের ২৮ মে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে এইবারের ফাইনাল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

রোমাঞ্চকর ম্যাচে রদ্রিগো বীরত্বে ফাইনালে রিয়াল মাদ্রিদ 

রোমাঞ্চকর ম্যাচে রদ্রিগো বীরত্বে ফাইনালে রিয়াল মাদ্রিদ 

ফাইনালে রিয়ালকে হারিয়ে প্রতিশোধ নিতে চান সালাহ

ফাইনালে রিয়ালকে হারিয়ে প্রতিশোধ নিতে চান সালাহ

লিগ জেতা রিয়ালকে ‘গার্ড অব অনার’ দিবে না অ্যাথলেটিকো

লিগ জেতা রিয়ালকে ‘গার্ড অব অনার’ দিবে না অ্যাথলেটিকো

রিয়ালকে শিরোপা জিতিয়ে রেকর্ডবুকে আনচেলত্তি

রিয়ালকে শিরোপা জিতিয়ে রেকর্ডবুকে আনচেলত্তি