স্প্যানিশ লা লিগায় ৩৪ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছেন স্প্যানিশ ক্লাব ভিয়া রিয়াল। এই অবস্থায় ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য তাদের একমাত্র উপায় ছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করা। তবে সেমি-ফাইনাল থেকে বাদ পড়ায় সেই সুযোগ হাতছাড়া হয়েছে। তাদের বদলি হিসেবে চ্যাম্পিয়নস লিগে খেলবে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেস্ক।
ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন শুরুর পর থেকে বন্ধ আছে দেশটির ফুটবল লিগ। স্থগিত হওয়ার আগ পর্যন্ত লিগটির শীর্ষে আছে শাখতার দোনেস্ক। আর দুই নম্বরে অবস্থান করছে ডায়নামো কিয়েভ।
সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ মেলায় অন্তত ১০ মিলিয়ন ইউরো পাওয়ার সুযোগ মিলছে শাখতার দোনেস্কের। এর আগে অবশ্য অনেকগুলো চ্যারিটি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে ক্লাবটি।
শাখতার দোনেস্ক ছাড়াও চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছে ইউক্রেনের আরেক ক্লাব ডায়নামো কিয়েভ। তবে তাদেরকে গ্রুপ পর্বে জায়গা নিতে হলে পার করতে হবে বাছাইপর্বের বাঁধা।
চ্যাম্পিয়নস লিগে ইউক্রেনের দলগুলোর খেলার সুযোগ পাওয়ার বিষয়টি এক সপ্তাহের মধ্যে ইউক্রেনীয় ফুটবল ফেডারেশনে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে উয়েফা। ইউক্রেন থেকে দুইটি ক্লাব সুযোগ পেলেও বাদ পড়েছে রাশিয়ান ক্লাবগুলো। রাশিয়ার কোনো ক্লাবকেই দেখা যাবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে।
২০১৪ সাল নিজেদের ঘরের মাঠ দোনেস্কে খেলতে পারছে না ইউক্রেনীয় ক্লাব শাখতার দোনেস্ক। রাশিয়ার আগ্রাসনের কারণেই এই মৌসুমেই নিজ শহরের চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচ খেলতে পারবে না ক্লাবটি।
চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ মেলায় শাখতার দোনেস্ক তাদের নিজদের ক্লাব পুর্নগঠন করতে পারবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। এছাড়াও বিশ্ববাসীর কাছে ইউক্রেনে চলমান আগ্রাসনের ভয়াবহতা তুলে ধরতে পারবে বলেও জানিয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর