ভিয়ারিয়ালকে তাদের মাঠে হারিয়ে ফাইনালে উঠেছে লিভারপুল। এবার অপেক্ষা রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি মহারণের। যে দল জিতবে, তারাই হবে ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ। আর এবারের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদকে চান অলরেডদের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ।
২০১৭-১৮ মৌসুমে সালাহ’র একক আধিপত্যে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল লিভারপুল। সেবার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ হেরে চ্যাম্পিয়নস লিগ ঘরে তোলা হয়নি। অবশ্য পরের মৌসুম টটেনহ্যামকে হারিয়ে শিরোপা জিতেছিল দলটি।
তবুও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ওই হারের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে আছেন সালাহ। কারণ ওই ম্যাচে যে সার্জিও রামোসের ট্যাকলে ইনজুরিতে পড়ে ম্যাচের ৩০ মিনিটের সময়ই মাঠ ছাড়তে হয় তাকে। আর এতেই পিছিয়ে পড়ে লিভারপুল।
এই প্রতিশোধ হিসেবেই হয়তো রিয়াল মাদ্রিদকে ফাইনালে চাচ্ছেন সালাহ। তিনি বলেন, “আমি (রিয়াল) মাদ্রিদের সঙ্গে খেলতে চাই। (ম্যানচেস্টার) সিটি খুবই শক্ত দল, এই মৌসুমে ওদের বিপক্ষে কয়েকবার খেলেছি আমরা। আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে, আমি মাদ্রিদকেই বেছে নেব (ফাইনালের প্রতিপক্ষ হিসেবে)।”
২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুল হেরেছিল ৩-১ গোলে। তবে এইবার রিয়ালের বিপক্ষে মাঠে নামলে ম্যাচ অলরেডদের পক্ষেই যাবে বলে মনে করেন তিনি।
সালাহ বলেন, “ওদের বিপক্ষে আমরা ফাইনাল হেরেছিলাম। এবার তাই ওদের বিপক্ষে খেলতে চাই। আশা করি, সেটি হলে ওদের হারিয়ে শিরোপা জিতব।”
বুধবার (৪ মে) রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো ব্যার্নাব্যুতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচের ফলাফলই নির্ধারণ করে দিবে কারা যাচ্ছে ফাইনালের মঞ্চে।
চলতি বছরের ২৮ মে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর