ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের ম্যাচে ছিলেন না ডিফেন্ডার ডেভিড আলাবা। শুধু এস্পানিওলের বিপক্ষে ওই ম্যাচ নয়, চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালের প্রথম লেগেও পুরো সময় খেলতে পারেননি এই তারকা। এবার তাকে ছাড়াও দ্বিতীয় লেগে মাঠে নামতে হবে লস ব্ল্যাঙ্কোসদের। বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে ইনজুরির কারণে প্রথমার্ধ শেষেই ডেভিড আলাবাকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি। অবশ্য ইনজুরির কারণে ওই ম্যাচে তার খেলা নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত শুরুর একাদশে ছিলেন এই ডিফেন্ডার। তবে পুরো সময় খেলতে পারেননি।
চোটের কারণে খেলতে না পারলেও ম্যানসিটির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচের স্কোয়াডে আছেন ডেভিড আলাবা। তবে বাদ পড়েছেন ইসকো, গ্যারেথ বেল এবং ইডেন হ্যাজার্ড। তাদেরকে ছাড়াই বুধবার (৪ এপ্রিল) ঘরের মাঠে সিটিজেনদের আতিথ্য দিবে রিয়াল মাদ্রিদ।
ডেভিড আলাবা না থাকায় ডিফেন্সে থাকবেন নাচো ফার্নান্দেস এবং এডার মিলিতাও। তাদের সঙ্গী হতে পারেন দানি কারভাহাল কিংবা ফেরল্যান্ড মেন্ডি।
এছাড়াও এই ম্যাচে রদ্রিগো এবং ফেদেরিকা ভালভার্দেকেও মাঠে নামাতে পারেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। মিডফিল্ডে এই দুইজনের সঙ্গী হবেন লুকা মদ্রিচ আর টনি ক্রুস। তা এক রকম নিশ্চিত করেই বলা যায়।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে ছিলেন না রিয়ালের অন্যতম ভরসা ক্যাসেমিরো। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরায় সিটিজেনদের বিপক্ষে তার খেলা অনেকটাই নিশ্চিত।
স্পোর্টসমেইল২৪/পিপিআর