দুই বছর পর চ্যাম্পিয়নস লিগ খেলবে নাপোলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৩ মে ২০২২
দুই বছর পর চ্যাম্পিয়নস লিগ খেলবে নাপোলি

প্রায় শেষের দিকে চলে এসেছে ২০২১-২২ মৌসুম। এরমধ্যেই চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে বিভিন্ন দল। দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে সুযোগ পেয়েছে ইতালিয়ান ক্লাব নাপোলি। ইতালি থেকে আরও চ্যাম্পিয়নস লিগে সুযোগ পেয়েছে এসি মিলান, ইন্টার মিলান এবং জুভেন্টাস।

রোববার (১ মে) বোলোনিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে রোমা। ফলে হোসে মরিনহোর দলকে দেখা যাবে না চ্যাম্পিয়নস লিগে। এছাড়াও ল্যাৎজিও এবং ফিওরেন্টিনাও সেরা চারের লড়াই থেকে ছিটকে গেছে।

ইতালিয়ান সিরি-এ’র শিরোপার জন্য হাড্ডাহাড্ডি লড়াই করছে এসি মিলান এবং ইন্টার মিলান। তাই তো দুই দল বেশ আগেই চ্যাম্পিয়নস লিগে নিজেদের জায়গা করে নিয়েছে।

আর নাপোলি এবং জুভেন্টাসের সেরা চারের থাকার বিষয়টি ছিল সম্পূর্ণ তাদের হাতেই। নিজ নিজ ম্যাচে জিতে সেই কাজটা ভালোভাবেই করেছে এই দু’দল।

সর্বশেষ দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে উঠতে ব্যর্থ হয়েছিল নাপোলি। এই দুই মৌসুমে তাদের জায়গা হয়েছিল  ইউরোপা লিগে। এবার চ্যাম্পিয়নস লিগের নিজেদের জায়গা পুনরুদ্ধার করলো দলটি।

২০২১-২২ মৌসুমের শুরুটা জুভেন্টাসের জন্য মোটেও ভালো ছিল না। শেষ পর্যন্ত সেরা চারে থেকে শেষ করবে সিরি-এ মিশন। এর সুবাদেই চ্যাম্পিয়নস লিগে দেখা মিলবে তুরিনের ওল্ড লেডিদের।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়ালকে শিরোপা জিতিয়ে রেকর্ডবুকে আনচেলত্তি

রিয়ালকে শিরোপা জিতিয়ে রেকর্ডবুকে আনচেলত্তি

জেনোয়াকে হারিয়ে আবারও শীর্ষে মিলান

জেনোয়াকে হারিয়ে আবারও শীর্ষে মিলান

দিবালাকে জুভেন্টাসে থাকতে বললেন ফ্যাবিও ক্যাপেলো

দিবালাকে জুভেন্টাসে থাকতে বললেন ফ্যাবিও ক্যাপেলো

চেলসির দুঃসময়ের সুবিধা নিয়ে লুকাকুকে ফেরাতে চায় ইন্টার

চেলসির দুঃসময়ের সুবিধা নিয়ে লুকাকুকে ফেরাতে চায় ইন্টার