এভারটনের মাঠে পয়েন্ট হারালো চেলসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৪ পিএম, ০১ মে ২০২২
এভারটনের মাঠে পয়েন্ট হারালো চেলসি

বেশ খারাপ সময় কাটাচ্ছে ইংলিশ ক্লাব চেলসি। উড়তে থাকা চেলসিকে মাটিতে নামিয়েছিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে ওই হারের পর নিজেদেরকে খুঁজেই পাচ্ছে না ব্লুজরা। এবার এভারটনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে টমাস টুখেলের শিষ্যরা।

প্রিমিয়ার লিগের সর্বশেষ তিন ম্যাচে একটি জয় পাওয়া চেলসি রোববার (১ মে) এভারটনের ঘরের মাঠে নেমেছিল। প্রতিপক্ষের ডাগ আউটে ছিলেন ব্লুজদের সাবেক কোচ ফ্যাঙ্ক ল্যাম্পার্ড। তার ট্যাকটিসেই পরাস্ত হয়েছে টমাস টুখেলের দল।

ম্যাচের শুরু থেকে এভারটনের বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে চেলসি। তবে এই ম্যাচে সবচেয়ে ভালো সুযোগগুলো পেয়েছে স্বাগতিক এভারটনই। ম্যাচের ৪৬তম মিনিটে চেলসি ডিফেন্ডার সিজার আজপিলিকেতার ভুলে চেলসির জালে বল জড়ান এভারটনের ফরওয়ার্ড রিচার্লিসন।

এই ব্রাজিলিয়ানের একমাত্র গোলেই নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য। এই জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর থেকে সরেনি চেলসির নাম। তবে সবচেয়ে বড় লাভটা হয়েছে এভারটনের। 

প্রিমিয়ার লিগে অবনমন ঠেকাতে বেশ কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে এভারটন। চেলসির বিপক্ষে এই জয়ে তাদের অবনমন ঠেকানো কিছুটা হলেও সহজ হয়েই দাঁড়িয়েছে।

এভারটনের জয়ের নায়ক রিচার্লিসন হলেও দলের হয়ে মূল কাজটা করেছেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। গোলপোস্টের নিচের তার সাহসী অবস্থানের কারণেই একটিবারের জন্যও এভারটনের রক্ষণদূর্গ ভাঙতে পারেনি ব্লুজরা।

এভারটন-চেলসি ম্যাচ শেষে ৩৪ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে টমাস টুখেলের শিষ্যরা। সমান সংখ্যক ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চার নম্বরে লন্ডনের আরেক ক্লাব টটেনহ্যাম হটস্পার।

বিপরীতে অবনমন অঞ্চলে থাকা এভারটনের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৩ ম্যাচে ৩২ পয়েন্ট। বর্তমানে তাদের অবস্থান ১৮তম। ১৭তম স্থানে থাকা লিডস ইউনাইটেডের পয়েন্ট ৩৪ ম্যাচে ৩৪ পয়েন্ট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়ালকে শিরোপা জিতিয়ে রেকর্ডবুকে আনচেলত্তি

রিয়ালকে শিরোপা জিতিয়ে রেকর্ডবুকে আনচেলত্তি

লিডসকে হারিয়ে শীর্ষেই থাকলো ম্যানসিটি

লিডসকে হারিয়ে শীর্ষেই থাকলো ম্যানসিটি

অস্ট্রিয়ার নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন র‍্যালফ র‍্যাংনিক 

অস্ট্রিয়ার নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন র‍্যালফ র‍্যাংনিক 

রোনালদোর বিষয়ে টেন হ্যাগের সাথে আলোচনায় বসবেন র‍্যাংনিক

রোনালদোর বিষয়ে টেন হ্যাগের সাথে আলোচনায় বসবেন র‍্যাংনিক