এস্পানিওলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের ইতিহাসের ৩৫তম লা লিগা শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। লিগ নিশ্চিত করার পরের ম্যাচেই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে নামবে রিয়াল। এই ম্যাচে স্বাভাবিকভাবেই রিয়ালের ‘গার্ড অব অনার’ পাওয়ার কথা। তবে নগর প্রতিদ্বন্দ্বীরা কি লস ব্ল্যাঙ্কোসদের সেই সম্মান দিবে? এই প্রশ্নই ঘুরছে। স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, রিয়ালকে কোনো ‘গার্ড অব অনার’ দিতে রাজি নয় অ্যাথলেটিকো।
স্পেনের মাদ্রিদ শহরের দুই ক্লাব রিয়াল আর অ্যাথলেটিকোর মধ্যে বৈরিতার ইতিহাস বেশ পুরোনো। আর সেখানে এক দল আরেক দলকে ‘গার্ড অব অনার’ দিবে সেটা ভাবাই তো দুঃস্বপ্নের মতো।
চলতি বছরের ৯ মে অ্যাথলেটিকোর মাঠে মুখোমুখি হবে দু’দল। যেহেতু ‘গার্ড অব অনার’ দেওয়া বাধ্যতামূলক নয়, তাই শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদকে এই সম্মান দিতে চায় না অ্যাথলেটিকো মাদ্রিদ।
বিষয়টি নিয়ে কথা বলেছেন অ্যাথলেটিকো ডিফেন্ডার হোসে মারিয়া জিমিনেজ। তিনি বলেন, “রিয়াল মাদ্রিদকে গার্ড অব অনার দেওয়া? আমরা তাদেরকে অভিনন্দন জানাতে পারি। সমর্থকদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে।”
জিমিনেজের মতো বেশিরভাগ অ্যাথলেটিকো ফুটবলারই গার্ড অব অনার দেওয়ার বিপক্ষে। তারা কেউই চান না নিজেদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে গার্ড অব অনার দেওয়া হোক।
এই বিষয়ে অ্যাথলেটিকো অধিনায়ক জন ওবলাকের ভাষ্য, “অধিনায়ক হিসেবে আমি ‘গার্ড অব অনার’ দেওয়া বা নেওয়া কোনোটির পক্ষেই না। কিন্তু ক্লাবটি বিষটি নিয়ে সিদ্ধান্ত নিবে। যা সিদ্ধান্ত নিবে, আমরা তাই করবো।”
রিয়ালকে ‘গার্ড অব অনার’ দেওয়ার সিদ্ধান্তের চেয়েও অ্যাথলেটিকোর জন্য এই ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ। কারণ মাদ্রিদের এই দলটি এখনও লিগের শীর্ষে চারে থেকে মৌসুম শেষ করার নিশ্চয়তা পায়নি। তাই তো চ্যাম্পিয়নস লিগে জায়গা ধরে রাখতে এই ম্যাচের জয়ের বিকল্প নাই অ্যাথলেটিকোর সামনে।
এই বিষয়ে টিম ম্যানেজমেন্ট বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমকে জানিয়েছে, গার্ড অব অনার নয়, বরং ম্যাচ নিয়ে বেশি চিন্তিত তারা। এছাড়াও রিয়ালকে গার্ড অব অনার দেওয়ার কোনো পরিকল্পনা নেই দলটির।
স্পোর্টসমেইল২৪/পিপিআর