২০২১-২২ মৌসুমে বার্সেলোনার সামনে নেই কোনো শিরোপা জয়ের আশা। এমন সময় চোট কাটিয়ে ১০১ দিন পর দলে ফিরছেন স্ট্রাইকার আনসু ফাতি। জানুয়ারিতে হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে মাঠের বাইরে যাওয়া ফাতির মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বার্সেলোনা কোচ জাভি। জানিয়েছেন, রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন তিনি।
মৌসুমের শেষভাগে ফাতির ফেরার খবরটা বার্সেলোনার জন্য সুখবরই বলা যায়। লা লিগায় বাকি থাকা চার ম্যাচই যে এখন কাতালান ক্লাবটির জন্য গুরুত্বপূর্ণ। এই চার ম্যাচে জয় না পেলে পরবর্তী ২০২২-২৩ মৌসুমে যে চ্যাম্পিয়নস লিগেই খেলতে না পারার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসবে জাভির শিষ্যদের।
লা লিগায় সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো অবস্থায় নেই বার্সেলোনা। শেষ তিন ম্যাচের দুইটিতেই হেরেছে কাতালান ক্লাবটি। আর রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে অবামেয়াংয়ের একমাত্র গোলে জয় পেয়েছিল দলটি।
২০২১-২২ মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে পাড়ি জমান আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সেই সময় ফাঁকা হওয়া বার্সেলোনার ১০ নম্বর জার্সি উঠে আনসু ফাতির গায়ে।
তবে নতুন এই নাম্বার ১০-কে ছাড়াই নিয়মিত একাদশ সাজাতে হয়েছে কোচ জাভিকে। দীর্ঘ নয় মাসের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে মাত্র ১০ ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে তার পা থেকে এসেছে ৫ গোল।
২০১৯ সালে বার্সেলোনার জার্সিতে অভিষেক আনসু ফাতির। এরপর থেকে নিয়মিতই চোটের সাথে লড়াই করছেন এই স্প্যানিশ স্ট্রাইকার। মাঠে যাওয়া-আসার মাঝেই বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ৫৩ ম্যাচ খেলেছেন ফাতি। এই সময়ে তার পা থেকে এসেছে ১৮ গোল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর