জোড়া ধাক্কায় চিন্তায় বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০১ মে ২০২২
জোড়া ধাক্কায় চিন্তায় বার্সেলোনা

স্প্যানিশ ফুটবল লিগে নিজেদের ৩৪তম ম্যাচ খেলতে নামার আগে জোড়া ধাক্কা খেল বার্সেলোনা। পায়ের আঙুলের ইনজুরিতে পড়েছেন মিডফিল্ডার নিকো গনজালেজ। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্ট্রাইকার মার্টিন ব্র্যাথওয়েট।

ক্লাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়, করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে ভালো আছেন ব্র্যাথওয়েট। তবে তাদের দু’জনেরই সুস্থ হয়ে মাঠে ফিরতে কতদিন লাগবে সে বিষয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

চলতি মৌসুমে বার্সার হয়ে ৩৭ ম্যাচ খেলেছেন গনজালেজ। ইনজুরির কারণে ৫টি ম্যাচের বেশি মাঠে নামতে পারেননি ব্র্যাথওয়েট।

ইনজুরি ও করোনার কারণে দলে জোড়া ধাক্কা খেলেও বার্সেলোনার জন্য একটু সুসংবাদ রয়েছে। ইনজুরি কাটিয়ে ১০১ দিন পর মাঠে ফিরছে দলের আরেক তারকা ফুটবলার আনসু ফাতি। ম্যালোর্কার বিপক্ষে ঘোষিত বার্সেলোনার স্কোয়াডে রয়েছেন তিনি।

লিগ টেবিলে ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। সর্বশেষ এস্পানিয়লকে হারিয়ে চার ম্যাচ বাকি রেখেই শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ। ফলে এবারের মৌসুমে শিরোপা জয়ে বার্সেলোনার সানমে আর কোনো সুযোগ নেই।

লিগে বার্সেলোনার চেয়ে এক ম্যাচ বেশি (৩৪) খেলে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সেভিলা। তিনে থাকা বার্সেলোনার চেয়ে মাত্র এক পয়েন্ট বেশি রয়েছে তাদের।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

এস্পানিওলকে উড়িয়ে দিয়ে লা লিগা শিরোপা রিয়ালের

এস্পানিওলকে উড়িয়ে দিয়ে লা লিগা শিরোপা রিয়ালের

লুকাকুকে দলে ভেড়াতে আগ্রহী বার্সেলোনা

লুকাকুকে দলে ভেড়াতে আগ্রহী বার্সেলোনা

নতুন মৌসুমে বার্সেলোনার হোম ভেন্যু স্পেন অলিম্পিক স্টেডিয়াম

নতুন মৌসুমে বার্সেলোনার হোম ভেন্যু স্পেন অলিম্পিক স্টেডিয়াম

২০২৬ পর্যন্ত বার্সায় থাকবেন ডিফেন্ডার আরাউহো

২০২৬ পর্যন্ত বার্সায় থাকবেন ডিফেন্ডার আরাউহো