ঘরের মাঠে এস্পানিওলকে হারিয়ে নিজেদের ৩৫তম লা লিগা শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। পুরো মৌসুমে দারুণ ছন্দে ছিলেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। এবার লিগ জিতে চিরপ্রতিন্দ্বন্দ্বী বার্সেলোনাকে এক হাত নিয়েছেন এই বেলজিয়ান গোলরক্ষক।
লা লিগায় ২০২১-২২ মৌসুমে হওয়া দুই এল ক্ল্যাসিকোতে সমান সংখ্যক একটি করে জয় পেয়েছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। সর্বশেষ এল ক্ল্যাসিকোতে রিয়ালকে তাদের ঘরের মাঠে হারিয়ে বুনো উল্লাসে মেতে উঠেছিল কাতালানরা। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি লস ব্ল্যাঙ্কোস গোলরক্ষক কোর্তোয়া।
এই বিষয়টি নিয়েই বার্সেলোনাকে খোটা দিয়েছেন কোর্তোয়া। তিনি বলেন, “কেউ কেউ এল ক্ল্যাসিকো জিতে এমন উল্লাস করেছে যে, তারা যেন শিরোপা জিতে গিয়েছে।”
এল ক্ল্যাসিকো হেরে রিয়াল মাদ্রিদ পথচূত্য হয়নি বলেও জানান কোর্তোয়া। তিনি বলেন, ‘আমরা সেল্টা ভিগো এবং গেটাফের বিপক্ষে ম্যাচে নিজেদেরকে শান্ত রাখার চেষ্টা করেছি। এই দুই ম্যাচ সবসময়ই আমাদের জন্য কঠিন।”
চলমান ২০২১-২২ মৌসুমে দূর্দান্ত ফর্মে আছেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। তার প্রশংসা করলেও শিরোপা জয়ের জন্য শুধু তাকেই কৃতিত্ব দিতে চান না কোর্তোয়া।
তিনি বলেন, “মৌসুমজুড়ে বেনজেমা দারুণ খেলেছে। তবে আমরা আক্রমণ করেছি এবং প্রতিপক্ষের আক্রমণও ঠেকিয়েছি।”
লা লিগা জিতেই নিজেদের কাজ শেষ হয়নি বলেও মনে করেন এই বেলজিয়ান গোলরক্ষক। এখন চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ ছন্দ ধরে রাখতে চান এই কোর্তোয়া। লা লিগার পর এবার চ্যাম্পিয়নস লিগে নজর রাখতে চান তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর