প্রথম মেয়াদে দায়িত্ব নিয়ে রিয়াল মাদ্রিদকে লা লিগা শিরোপা জেতাতে পারেননি কার্লো আনচেলত্তি। তবে সেই অপূর্ণতা ঘুচিয়েছেন দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে। আর এতেই নতুন এক রেকর্ডও গড়েছেন এই ইতালিয়ান। প্রথম কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শিরোপা জয়ের কীর্তি গড়েছেন আনচেলত্তি।
১৯৯৫ সালে কোচিং ক্যারিয়ারে পা রাখেন আনচেলত্তি। এরপর দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে জিতেছেন নিজের ২২তম শিরোপা। ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি কিংবা ইতালি, যেখানেই গিয়েছেন সেখানেই পেয়েছেন সাফল্য। তবে স্পেনে লিগ শিরোপা জয়ের আক্ষেপ হয়তো ছিল। সেটাও পূর্ণ করে নিলেন আনচেলত্তি।
২০০৪ সালে ইতালিয়ান ক্লাব এসি মিলানকে দিয়ে প্রথম লিগ জয়ের স্বাদ পান আনচেলত্তি। দ্বিতীয় লিগ জয়ের স্বাদ পেতে তাকে অপেক্ষা করতে হয় ছয় বছর। ২০১০ সালে চেলসির হয়ে জেতেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা।
চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে না পারায় ছাটাই হওয়া আনচেলত্তি ২০১৩ সালে পিএসজিকে জেতান লিগ ওয়ানের শিরোপা। সেখান থেকে রিয়াল মাদ্রিদে আসেন এই ইতালিয়ান। রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারলেও লিগ শিরোপা জেতাতে পারেননি এই কোচ। তাই তো রিয়ালে বেজে যায় তার বিদায় ঘণ্টা।
রিয়াল ছেড়ে যোগ দেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে। সেখানে দায়িত্ব নিয়ে জেতেন জার্মান বুন্দেসলিগা। এখানেও চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতয়ার দায়ে হন ছাটাই। শেষমেষ নাপোলি-এভারটন হয়ে আবারও রিয়ালে ফেরেন আনচেলত্তি। এইখানে এসে জিতে নেন লা লিগার শিরোপা। আর এতেই একটি চক্র পূরণ করে ফেললেন তিনি। প্রথম কোচ হিসেবে ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিগেই শিরোপা জয়ের কীর্তি গড়লেন।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শিরোপা জিততে পারলেও কোন শিরোপাই তিনি দ্বিতীয়বারের মতো জেতেননি। রিয়াল মাদ্রিদকে আর মাত্র দুই ম্যাচ জেতাতে পারলে দ্বিতীয়বারের মতো উচিয়ে ধরতে পারবেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর