লুকাকুকে দলে ভেড়াতে আগ্রহী বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৯ এএম, ৩০ এপ্রিল ২০২২
লুকাকুকে দলে ভেড়াতে আগ্রহী বার্সেলোনা

আগামী মৌসুমে দলকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে স্ট্রাইকারের খোঁজে নেমেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তাদের অগ্রাধিকারের তালিকায় আছে পোল্যান্ডের তারকা রবার্ট লেভানডোভস্কি ও নরওয়ের তারকা আর্লিং হল্যান্ড। এবার বেলজিয়ান তারকা রোমেলু লুকাকুকেও দলে ভেড়াতে চায় তারা।

জানা গেছে, লেভানডোভস্কি এবং হল্যান্ডের ব্যাপারটা জটিলতার দিকে মোড় নিচ্ছে বলেই লুকাকুর দিকে নজর দিয়েছে বার্সেলোনা। এই গ্রীষ্মে কাতালান জায়ান্টরা লেভানডোভস্কি-হল্যান্ড জুটিকে নিজেদের করে নিতে পারবে বলে মনে হচ্ছে না। সম্ভাবনা খুব কমই মনে হচ্ছে।

ইউরোপের কয়েকটি জায়ান্ট হল্যান্ডকে দলে টানতে আগ্রহী। এদের মধ্য্যে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ অন্যতম। লেভানডোভস্কির বিষয়টা আরও জটিল। বায়ার্ন তো সোজা বলেই দিয়েছে, পোলিশ তারকাকে তারা ছাড়বে না।

এমতাবস্থায় লুকাকুর দিকেই নজর রেখেছে কাতালানরা। কয়েকমাস আগে লুকাকু জানিয়েছিলেন, চেলসিতে তিনি মোটেই সুখী নন। ইতোমধ্যেই শীতকালীন দলবদলের বাজারে চেলসি ছাড়ার আগ্রহ দেখিয়েছেন তিনি। সবকিছু মিলিয়েই বুঝা যাচ্ছে যে লুকাকু লন্ডন ছাড়বেন।

চেলসিতে তেমন সুযোগ না পেলেও আগের ক্লাব ইন্টার মিলানে দুর্দান্ত ছিলেন তিনি। ইন্টারের আগের দুই মৌসুমে তিনি ৯৫ ম্যাচে ৬৪ গোল করেছিলেন চেলসি তারকা। যা সিরি এ-এর মতো কঠিন প্রতিযোগিতায় একটি রেকর্ড হিসাবে বিবেচনা করা যেতে পারে।

লুকাকুর ব্যাপারে বার্সেলোনা আগ্রহ দেখালেও আর্থিক সমস্যা নিয়ে বেশ ঝামেলায় আছে দলটি। চেলসি এক বছর ১১৫ মিলিয়ন ইউরোতে লুকাকুকে দলে ভিড়িয়েছিল। সুতরাং তাকে দলে টানতে বার্সেলোনাকে ভালোই অর্থ খরচ করতে হবে। এখন দেখার পালা বার্সেলোনা এই মুহূর্তে কতটা খরচ করতে পারে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন মৌসুমে বার্সেলোনার হোম ভেন্যু স্পেন অলিম্পিক স্টেডিয়াম

নতুন মৌসুমে বার্সেলোনার হোম ভেন্যু স্পেন অলিম্পিক স্টেডিয়াম

পাঁচ তারকার সাথে চুক্তি নবায়ন করবে বার্সেলোনা

পাঁচ তারকার সাথে চুক্তি নবায়ন করবে বার্সেলোনা

আবারও বিশ্বরেকর্ড গড়লো ক্যাম্প ন্যু

আবারও বিশ্বরেকর্ড গড়লো ক্যাম্প ন্যু

এস্পানিওলের বিপক্ষে বিশ্রামে বেনজেমা-ভিনিসিয়াস

এস্পানিওলের বিপক্ষে বিশ্রামে বেনজেমা-ভিনিসিয়াস