এস্পানিওলের বিপক্ষে বিশ্রামে বেনজেমা-ভিনিসিয়াস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৯ পিএম, ২৯ এপ্রিল ২০২২
এস্পানিওলের বিপক্ষে বিশ্রামে বেনজেমা-ভিনিসিয়াস

রিয়াল মাদ্রিদের লিগ শিরোপা জয় প্রায় নিশ্চিত। তাই তো উয়েফা চ্যাম্পিয়নস লিগে পূর্ন নজর রাখতে চাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। এই ভাবনায় লা লিগায় এসপানিওল ম্যাচে কোনো খেলোয়াড়কে নিয়ে ঝুঁকি নিতে চান না এই ইতালিয়ান। তাই করিম বেনজেমা এবং ভিনিসিয়াস জুনিয়কে বিশ্রাম দিতে চাচ্ছেন কোচ।

শনিবার (৩০ এপ্রিল) লা লিগায় নিজ মাঠে এস্পানিওলকে আতিথ্য দিবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ড্র করলেই নিশ্চিত হবে রিয়ালের ৩৫তম লা লিগা শিরোপা।

আর এই ম্যাচ শেষেই বুধবার (৫ মে) চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে লস ব্ল্যাঙ্কোসরা। ফাইনাল নিশ্চিত করতে এই ম্যাচে নূন্যতম দুই গোলের ব্যবধানে জয়ের কোনো বিকল্প নেই গ্যালাক্টিকোদের। কারণ প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৪-৩ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।

এই কারণেই মূলত এস্পানিওলের বিপক্ষে ম্যাচে কোনো ঝুঁকি নিতে চাননা রিয়াল বস। তিনি বলেন, “আমার মনে হয়, বেনজেমা ও ভিনিসিউস বিশ্রাম পেতে পারে। তবে যদি তারা ভালো অবস্থায় থাকে তাহলে তাদের খেলতে হবে, আমরা ভাবনাটা এমনই। যদি কারো বিশ্রামের প্রয়োজন হয়, তাদের তা দেব, কিন্তু ম্যাচ সহজ বলে সেজন্য নয়। চোটের ঝুঁকি থাকলে তারা বিশ্রাম নেবে।”

আক্রমণভাগ নিয়ে চিন্তিত না হলেও রক্ষণ নিয়ে দুশ্চিন্তা কাজ করছে আনচেলত্তির মাথায়। তিন ডিফেন্ডার ডেভিড আলাবা, এডার মিলিতাও এবং নাচো ফার্নান্দেসকে ছাড়াই রক্ষণভাগ সাজাতে হবে তাকে।

এই বিষয়ে তিনি বলেন, “আমাদের রক্ষণে সমস্যা আছে। (জেসুস) ভায়েহোকে রাখতে হবে, সে খুব কম খেলেছে। আমাদের আরেকজন সেন্ট্রাল ডিফেন্ডার নিতে হবে, সেটা হতে পারে কাসেমিরো।”

এছাড়াও মিডফিল্ডে কামাভিঙ্গা, দানি সেবাইয়োসেস এবং মার্কো অ্যাসেনসিওদের মতো ফুটবলারদের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চান কোচ আনচেলত্তি।

৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আনচেলত্তি রিয়াল মাদ্রিদ। সমান ৬৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা ও সেভিয়া যথাক্রমে দুই ও তিন নম্বরে আছে। ৩৯ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে এস্পানিওল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বেনজেমাকে ব্যালন ডি’অরের যোগ্য মানছেন ভিনিসিয়াস

বেনজেমাকে ব্যালন ডি’অরের যোগ্য মানছেন ভিনিসিয়াস

২০২৬ পর্যন্ত বার্সায় থাকবেন ডিফেন্ডার আরাউহো

২০২৬ পর্যন্ত বার্সায় থাকবেন ডিফেন্ডার আরাউহো

হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে বার্সা ডিফেন্ডার দেস্ত

হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে বার্সা ডিফেন্ডার দেস্ত

ফ্রাঙ্ক ডি ইয়ংকে বিক্রি করছে না বার্সেলোনা

ফ্রাঙ্ক ডি ইয়ংকে বিক্রি করছে না বার্সেলোনা