অস্ট্রিয়ার নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন র‍্যালফ র‍্যাংনিক 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২৯ এপ্রিল ২০২২
অস্ট্রিয়ার নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন র‍্যালফ র‍্যাংনিক 

চলতি ২০২১-২২ মৌসুম শেষেই ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিবেন নতুন কোচ এরিক টেন হ্যাগ। আর অন্তবর্তীকালীন কোচের দায়িত্বে থাকা র‍্যাংনিক কাজ করবেন রেড ডেভিলদের পরামর্শক হিসেবে। তবে এর পাশাপাশি আরও একটি নতুন চাকরি যোগাড় করে ফেলেছেন র‍্যাংনিক। দুই বছরের জন্য অস্ট্রিয়া ফুটবল দলের কোচ হিসেবেও কাজ করবেন এই জার্মান।

কোচিং ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ না র‍্যালফ র‍্যাংনিকের। বরং, বিভিন্ন ক্লাবের ফুটবল ডিরেক্টর হিসেবে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবুও অন্তবর্তীকালীন কোচ হিসেবে ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন তিনি।

ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার সময়ই জানিয়ে দেওয়া হয় মৌসুম শেষেই দুই বছরের জন্য দলটির পরামর্শক হিসেবে কাজ শুরু করেবন র‍্যাংনিক। আর মৌসুমে শেষে আসবে নতুন কোচ।

মৌসুম শেষ হওয়ার আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এরিক টেন হ্যাগ। আর পরামর্শক হিসেবে তাকে সমর্থন দিবেন র‍্যাংনিক।

এর পাশাপাশি অস্ট্রিয়া দলের হেড কোচের দায়িত্ব নিলেন র‍্যাংনিক। এই বিষয়ে তিনি বলেন, “এই দায়িত্ব পালন করতে আমি মুখিয়ে আছি। এর পাশাপাশি ইউনাইটেডের পরামর্শকের দায়িত্বও পালন করবো।”

তাকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে অস্ট্রিয়া ফুটবল ফেডারেশন। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত অস্ট্রিয়ার কোচের দায়িত্বে থাকবেন র‍্যাংনিক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানচেস্টার ইউনাইটেডের পারফর্মেন্সে হতাশ রয় কিন

ম্যানচেস্টার ইউনাইটেডের পারফর্মেন্সে হতাশ রয় কিন

রোনালদোর বিষয়ে টেন হ্যাগের সাথে আলোচনায় বসবেন র‍্যাংনিক

রোনালদোর বিষয়ে টেন হ্যাগের সাথে আলোচনায় বসবেন র‍্যাংনিক

ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোচ এরিক টেন হ্যাগ

ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোচ এরিক টেন হ্যাগ

ম্যানইউ অধিনায়কের বাড়িতে বোমা হামলার হুমকি

ম্যানইউ অধিনায়কের বাড়িতে বোমা হামলার হুমকি