ইউরোপিয়ান ফুটবলে লিভারপুল আর সালাহ যেন একই সমান্তরালে উড়ে চলছেন। চলতি মৌসুমে লিভারপুলের সাফল্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। স্বপ্নের মতো দারুণ সময় কাটানো সালাহ এবার জিতলেন সাংবাদিকদের ভোটে সেরা খেলোয়াড়ের পুরষ্কার।
চলতি ২০২১-২২ মৌসুমে ৩০ গোল করেছেন মোহাম্মদ সালাহ। সাথে তার অ্যাসিস্ট সংখ্যা ১৪ টি। লিভারপুলের প্রথম ফুটবলার হিসেবে টানা তিন মৌসুমে ২০ বা তার অধিক গোল করার রেকর্ডও গড়েছেন এই তারকা।
চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকায় ইংল্যান্ডের ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সালাহ। দ্বিতীয়বারের মতো এই পুরষ্কার জিতেছেন তিনি।
প্রথমবার ২০১৮ সালে এই পুরষ্কার জিতেছিলেন মোহাম্মদ সালাহ। দ্বিতীয় ফুটবলার হিসেবে দুইবার এই সম্মানজনক পুরষ্কার জয়ের কীর্তি গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
চলতি মৌসুমে ইউরোপের একমাত্র দল হিসেবে চারটি শিরোপা লড়াইয়ে আছে লিভারপুল। লিগ শিরোপা জিততে ম্যানসিটির চেয়ে এক পয়েন্ট ব্যবধানে আছে তারা।
এছাড়াও লিগ কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে চেলসি। আর চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে অলরেডরা।
আর শিরোপা জয়ের লড়াইয়ে থাকা এই লিভারপুলকে দূর্দান্ত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইংল্যান্ড ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটে নির্বাচিত সেরা খেলোয়াড় মোহাম্মদ সালাহ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর