২০২৬ পর্যন্ত লিভারপুলে থাকছেন ক্লপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৯ এপ্রিল ২০২২
২০২৬ পর্যন্ত লিভারপুলে থাকছেন ক্লপ

জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের সাফল্যের পর ইংলিশ ক্লাব লিভারপুলের দায়িত্ব নিয়েছিলেন ইয়ুর্গেন ক্লপ। ইংল্যান্ডেও এসেও দেখাচ্ছেন নিজের প্রতিভার ঝলক। আর এতেই  দলকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য। চুক্তির মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগেই আবারও নতুন করে নিজের মেয়াদ বাড়িয়েছেন লিভারপুল কোচ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত অলরেডদের থাকবেন তিনি।

২০২৪ সালে লিভারপুলের কোচ হিসেবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ক্লপের। নির্ধারিত সময়ের বেশ আগেই আরও দুই বছর বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই অলরেড বস।

চুক্তি বাড়িয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেন ক্লপ। অলরেডদের জার্মান বস বলেন, “এমন অনেক শব্দ রয়েছে যেগুলো আমার অনুভূতি বর্ণনা করতে পারি। আমি আনন্দিত, উত্তেজিত, বিশেষায়িত, ধন্য। এই জায়গাকে (অ্যানফিল্ড) ভালোবাসার অনেক কিছুই আছে। আমি জানতাম যে আমি এখানে আসার আগে, আমি আসার পরে আমি এটি আরও ভালভাবে জানতে পেরেছি। এখন আমি এটি আগের চেয়ে আরও বেশি জানি।”

২০১৫ সালে লিভারপুলের কোচ হয়ে আসার পরে সাফল্যের পাল্লাই ভারি এই জার্মানের। ইতিমধ্যে লিভারপুলকে একবার করে জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। এমনকি চলতি মৌসুমেই ইতিমধ্যে লিগ কাপ জেতা লিভারপুলের সামনে রয়েছে আরো তিনটি শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ।

চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলের জয়ে ফাইনালে এক পা দেওয়া লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির থেকে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে রয়েছে। এছাড়া এফএ কাপের ফাইনালে অলরেডদের প্রতিপক্ষ চেলসি।

লিভারপুলের মালিক প্রতিষ্ঠান ফনওয়ের কর্ণধার মাইক গর্ডন জানান, লিভারপুল ক্লাবের জন্য ক্লপ অপরিহার্য। মাইক বলেন, “আমাদের ক্লাবে ইয়ুর্গেনের গুরুত্ব ও অবদানকে ব্যাখ্যা করার জন্য সঠিক শব্দ বাছাই করা খুবই কঠিন। তবে তার সাথে চুক্তির মেয়াদ বৃদ্ধি এটারই প্রতিফলন।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

জীবন ও ফুটবল উপভোগ করছি, বয়স কোনো বিষয় নয়: সালাহ

জীবন ও ফুটবল উপভোগ করছি, বয়স কোনো বিষয় নয়: সালাহ

ফার্নান্দো তোরেস : পথ হারানো এক বিশ্বসেরা

ফার্নান্দো তোরেস : পথ হারানো এক বিশ্বসেরা

লিভারপুল নিয়ে সালাহ, ‘হ্যাঁ বলতেও পারছি না, নাও না’

লিভারপুল নিয়ে সালাহ, ‘হ্যাঁ বলতেও পারছি না, নাও না’

সালাহ’র চুক্তির অবস্থা দেখে ‘খুশি’ লিভারপুলের কোচ ক্লপ

সালাহ’র চুক্তির অবস্থা দেখে ‘খুশি’ লিভারপুলের কোচ ক্লপ